E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

আগামীকাল ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলা পরিষদের নির্বাচন

২০২৪ মে ২৮ ১৯:১৭:৪১
আগামীকাল ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলা পরিষদের নির্বাচন

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : আগামীকাল বুধবার ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুরের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সকল প্রস্তুতি ‌নেয়া হয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে উপজেলার কেন্দ্রে গুলোতে নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নির্বাচন কার্যালয় হতে এই সরঞ্জাম বিতরণ করা হয়। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভাঙ্গা ও সদরপুর উপজেলা দুটিতে মোট ৭ জন চেয়ারম্যান প্রার্থী ও ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। যেখানে ভাঙ্গা ৯৯টি ও সদরপুর উপজেলায় ৬৮টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোটগ্রহণ উপলক্ষে যাবতীয় সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। বুধবার সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পাঠানো হবে। উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

(আরআর/এসপি/মে ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৭ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test