E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা

২০২৪ জুন ০৬ ১৩:৩৮:২৫
সালথায় তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা

আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুরের সালথায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মোমিন।

এসময় অতিরিক্ত কৃষি অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় চাকী, সালথা থানার এসআই হরুনুর রশিদ প্রমূখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালে বাংলাদেশকে তামাক মুক্ত বাংলাদেশ ঘোষণা করতে যাচ্ছেন, সরকারের এই কাজে আমরা সবাই মিলে বাংলাদেশকে তামামমুক্ত ঘোষণা করার সহযোগিতা করবো।

তিনি আরো বলেন, ব্যক্তিগতভাবে তামাক নিয়ন্ত্রণের জন্য সবাইকে প্রচার প্রচারণা করতে হবে। নিজের এলাকাকে ধূমপানমুক্ত ঘোষণা করতে হবে।

(এএনএইচ/এএস/জুন ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test