E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রৌমারীতে জেএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে গ্রেফতার ২

২০১৪ নভেম্বর ২০ ১৭:৪৮:৩৮
রৌমারীতে জেএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে গ্রেফতার ২

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : চলতি জেএসসি পরীক্ষায় বদলি হিসেবে পরীক্ষায় অংশ গ্রহণের দায়ে নাজমুল হোসেন ও এমদাদুল হক নামের দুই ভুয়া পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহষ্পতিবার জেএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষায় কেন্দ্রের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল হান্নান রৌমারীর যাদুরচর উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের গ্রেপ্তার করে। তাদের দু’জনের বিরুদ্ধে রৌমারী থানায় মামলা দায়ের করা হয়েছে।

যাদুরচর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব আতিকুর রহমান ওই দুইজন ভুয়া পরীক্ষার্থী গ্রেপ্তারের কথা স্বীকার করে সাংবাদিকদের জানান, ওই দুইজন বকবান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী হয়ে বদলি হিসেবে অংশ গ্রহণ করে আসছিল।

(আরআইএস/এএস/নভেম্বর ২০, ২০১৪)

পাঠকের মতামত:

১১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test