E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বোয়ালমারীতে টানা চতুর্থবার চেয়ারম্যান হলেন মুশা মিয়া

২০২৪ জুন ০৬ ১৭:৪১:৪০
বোয়ালমারীতে টানা চতুর্থবার চেয়ারম্যান হলেন মুশা মিয়া

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে টানা চার বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের সাধারণ নির্বাচনে এ উপজেলায় ৫ জুন বুধবার সারাদিন শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনটিতে মোট ভোটের ৫০.৭৫% ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি, এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া দোয়াত কলম প্রতীকে ৮ হাজার ৮৮১ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৪৩ হাজার ২৩৬, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা যুবলীগের সদস্য ও চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু পেয়েছেন ৩৪ হাজার ৩৫৫ ভোট।

অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে প্রথমবারের মতো এম এম শফিউল্লাহ সাফি (চশমা) ২হাজার ৭৮৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩৮ হাজার ৯১৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহাদুল আকতার তপন উড়জাহাজ প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ১৩৩ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ হাজার ৪৫ ভোটের ব্যবধানে মোসা. শাহানাজ বেগম ফুটবল প্রতীক বিজয়ী হয়েছেন, তিনি পেয়েছেন ২৪ হাজার ১৮৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিকা রাজবংশী বৈদ্যুতিক পাখা প্রতীককে পেয়েছেন ২৩ হাজার১৪৪ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান নির্বাচন নিয়ন্ত্রণ কক্ষ থেকে রাত ১১টার দিকে বেসরকারি ভাবে চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

(কেএফ/এসপি/জুন ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test