E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

দায়িত্ব বুঝে নিলেন ফরিদপুর সদর উপজেলার ‌নবনির্বাচিত জনপ্রতিনিধিরা

২০২৪ জুন ০৬ ১৮:৩৪:৪২
দায়িত্ব বুঝে নিলেন ফরিদপুর সদর উপজেলার ‌নবনির্বাচিত জনপ্রতিনিধিরা

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : দায়িত্ব বুঝে নিলেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান ডা. মাসুদা আক্তার বুলু ও পুরুষ ভাইস চেয়ারম্যান ইমান আলী মোল্লা।

আজ বৃহস্পতিবার তারা ফরিদপুর উপজেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে দায়িত্ব বুঝে নিয়ে অফিস করেন।

এর আগে এই বিষয়ে উপজেলায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জিসহ ফরিদপুর জেলা আওয়ামী‌ লীগ ও তার অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় ফরিদপুর সদরের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীমসহ ফরিদপুর সদর উপজেলার কর্মকর্তাবৃন্দ নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে উপজেলায় তাদেরকে স্বাগত জানান। সভায় বক্তারা জনগণের আস্থায় প্রতিফলন ঘটিয়ে সততা ও নিষ্ঠার সাথে সবাই একসাথে মিলে-মিশে ফরিদপুর উপজেলাকে একটি স্মার্ট উপজেলায় হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

(আরআর/এসপি/জুন ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test