E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চালকের ড্রাইভিং লাইসেন্স ছিঁড়ে ফেলায় মহাসড়ক অবরোধ

২০১৪ নভেম্বর ২০ ১৮:৪১:৫৫
চালকের ড্রাইভিং লাইসেন্স ছিঁড়ে ফেলায় মহাসড়ক অবরোধ

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একটি বাস চালকের ড্রাইভিং লাইসেন্সকে ভুয়া আখ্যা দিয়ে ছিঁড়ে ফেলার প্রতিবাদে অবরোধ করে মোটর শ্রমিকরা। তারা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও) বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। দুই ঘন্টাব্যাপী অবরোধের কারণে মহাসড়কের উভয়পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা থেকে শহরতলীর মাটিডালী মোড়ে এই অবরোধের ঘটনা ঘটে। বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর জানান, গত মঙ্গলবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবগঞ্জের ইউএনও রবিউল ইসলাম বগুড়ার এক চালকের বাস আটকিয়ে তার ড্রাইভিং লাইসেন্স দেখতে চান। রেজাউল ইসলাম নামে ওই চালক লাইসেন্স দেওয়ার পর সেটাকে ভূয়া ও জাল উল্লেখ করে ইউএনও তা ছিঁড়ে ফেলেন। গত বুধবার ওই চালক বগুড়ায় সড়ক পরিবহণ কর্তৃপক্ষের(বিআরটিএ) অফিসে গিয়ে তার লাইসেন্সটি সঠিক বলে নিশ্চিত হন।

বিষয়টি সাধারণ শ্রমিকরা জানার পর ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় পরিবহণ চলাচল বন্ধ রেখে মহাসড়ক অবরোধ করে। পরে জেলা প্রশাসনের আশ্বাসে আড়াইটার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। শিবগঞ্জের ইউএনও রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওইদিন ভ্রাম্যমাণ আদালতে ২১টি মামলা এবং ১৪হাজার ৫০০টাকা জরিমানা আদায় করা হয়। সেদিন অন্ততঃ ৭টি ভূয়া লাইসেন্স আটক করে তা বাজেয়াপ্ত করার পাশাপাশি চালকদের ৫০০টাকা করে জরিমানা করা হয়েছে। ওইদিন যাদের লাইসেন্স আটক করা হয়েছিলো তারা দোষ স্বীকার করার কারণেই জরিমানা করা হয়েছে। সেদিন কেউ সঠিক লাইসেন্সের দাবি করলে বিষয়টি বিআরটিএ থেকে নিশ্চিত করা যেতো। কিন্তু তখন তা করা হয়নি। এবিষয়ে শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গেও কথা হয়েছে। তারা বিষয়টি বোঝার পর অবরোধ প্রত্যাহার করে নেয়।

বগুড়ার পুলিশ সুপার(এসপি) মোজাম্মেল হক পিপিএম অবরোধের সত্যতা নিশ্চিত করে বলেন, বগুড়ার জেলা প্রশাসক শ্রমিকদের নেতাদের সঙ্গে কথা বলেন। তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ায় শ্রমিকরা অবরোধ তুলে নেয়।


(এএসবি/এএস/নভেম্বর ২০, ২০১৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test