E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শ্যামনগরে ভারতীয় মদসহ দু’জন আটক

২০২৪ জুন ০৯ ১৯:৪৪:৩১
শ্যামনগরে ভারতীয় মদসহ দু’জন আটক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে সাতক্ষীরার শ্যাৃনগর উপজেলার জয়াখালী গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত দুই যুবক হলেন, উপজেলার মুন্সিগঞ্জ আটিরউপর এলাকার এবাদুল মোড়ল ছেলে ইব্রাহিম হোসেন(২৪) ও ধানখালী গ্রামের ইয়াকুব আলীর ছেলে বিলাল হোসেন (২৭)। এসময় তাদের নিকট থেকে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা নয় বোতল মদ উদ্ধার করা হয়।

এদিকে আনিছুর রহমান ও সামছুর রহমানসহ স্থানীয়রা জানান, সীমান্তবর্তী কৈখালী এলাকা দিয়ে প্রতিদিন মাদকের একাধিক চালান বাংলাদেশে প্রবেশ করে। সীমান্তের কালিন্দি ও রায়মঙ্গল নদী দিয়ে রাতের বেলা ভারতীয় গরুর পাশাপাশি স্থানীয় চোরাকারবারীরা মাদকের চালান নিয়ে আসছে। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গোনা চালান আটক হলেও অধিকাংশ চালান রাতারাতি শ্যামনগর দিয়ে জেলা ও জেলার বাইরে চলে যাচ্ছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জয়াখালী এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে পথক দু’টি ব্যাগে ভারতীয় মদ নিয়ে যাওয়ার সময় চেয়ারম্যানমোড় এলাকায় দুই যুবকের গতিরোধ করে তল্লাশী করলে উক্ত মদ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দায়েরকৃত মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। সামীন্তবর্তী এলাকার চোরাচালান রোধে পুলিশ তৎপর রয়েছে বলেও তিনি জানান।

(আরকে/এএস/জুন ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test