E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মোংলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় কমিউনিটি নেতাসহ আহত ২০, প্রতিবাদ সমাবেশ মানবন্ধন

২০২৪ জুন ১০ ১৮:৫৮:১৯
মোংলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় কমিউনিটি নেতাসহ আহত ২০, প্রতিবাদ সমাবেশ মানবন্ধন

সদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোংলায় উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে উপজেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি পিযুষ কান্তি মজুমদারসহ ৮ জনকে গুরুতর অবস্থায় মোংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ সোমবার দুপুরে সাবেক নেতার উপর হামলার প্রতিবাদে মোংলা পোর্ট পৌরসভার সামনে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতির উপর হামলার নিন্দা জানান বক্তারা।

হামলার ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। নির্বাচন পরবর্তী সহিংসতায় সহিংসা রুখতে টহল জোরদার করেছে পুলিশ।

গত রবিবার মোংলা উপজেলা পরিষদের নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের হাওলাদার পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন। পরাজিত হন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন। নির্বাচনের পর সোমবার সকালে উপজেলার পাগলের মোড় এলাকায় এই দুই প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে মোংলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি পিযুষ কান্তি মজুমদারসহ ২০ জন আহত হয়। আহতদের মধ্যে পিযুষ কান্তি মজুমদারসহ ৮ জনকে গুরুতর আহত অবস্থায় মোংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, সোমবার সকালে উপজেলার পাগলের মোড় এলাকায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। দুই প্রার্থীন সমথৃকদের মধ্যে নির্বাচন পরবর্তী হামলা ও সহিংসতা রোধে পুলিশ বিভিন্ন এলাকায় টহল জোরদার করেছে।

(এস/এসপি/জুন ১০, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test