E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

২৮ পরিবারকে প্রধানমন্ত্রীর পাকা বাড়ি হস্তান্তর

আগৈলঝাড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা

২০২৪ জুন ১১ ১৬:৫৩:১৬
আগৈলঝাড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় পঞ্চম পর্যায়ে আজ মঙ্গলবার সকালে উপজেলার ভূমিহীন ও গৃহহীন ২৮টি পরিবার সদস্যদের মাঝে পাকা বাড়ির চাবি ও দলিল হস্তান্তরের মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়া উপজেলাকে “ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা” ঘোষণা করেছে সরকার। প্রধানমন্ত্রীর এই প্রকল্পের আওতায় উপজেলায় মোট ২৫০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল নিজেদের পাকা বাড়ি ও স্থায়ী ঠিকানা।

মঙ্গলবার সকালে সারাদেশে ভার্চুয়াল অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধাভোগীদের মধ্যে নবনির্মিত বসত ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।

নবনির্মিত বসত ঘর হস্তান্তর কার্যক্রমের ভার্চুয়ালী উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ভার্চুয়াল অনুষ্ঠান প্রদর্শণ শেষে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন বরিশাল জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়নকারী কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারেফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

প্রধানমন্ত্রীর ভার্চুয়াল অনুষ্ঠান শেষে ৩ লাখ ৪ হাজার টাকা প্রতিটি বাড়ির ব্যায় বরাদ্দ সাপেক্ষ ভূমিহীন ও গৃহহীনদের মাঝে পঞ্চম পর্যায়ের সুফল ভোগীদের মাঝে দুই শতক জায়গার মালিকানা বন্দোবস্ত দলিল ও নব নির্মিত বাড়ির চাবি হস্তান্তর করেন অতিথীরা।

(টিবি/এসপি/জুন ১১, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test