E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন ভারতীয় শ্রমিকসহ তিনজন নিহত

২০২৪ জুন ১৩ ১৫:৩১:২৪
সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন ভারতীয় শ্রমিকসহ তিনজন নিহত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পৃথক সড়ক দুর্ঘটনায় একজন ভারতীয় শ্রমিকসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের পাকিং ইয়ার্ডে ও পাটকেলঘাটার ভৈরবনগর মোড়ে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার ইটিণ্ড কলবাড়ি এলাকার হাবিবুল্লাহ মণ্ডলের ছেলে শাহীন মণ্ডল (১৮) , সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গুরুগ্রামের মুনসুর আলীর ছেলে জুলফিকার আলী (৪৫) ও পাটকেলঘাটার কৃষ্ণনগর (ধানদিয়া) গ্রামের আমীর আলীর ছেলে মনিরুল ইসলাম (৩৪)।

ভোমরায় আমদানিকৃত পাথরভর্তি ভারতীয় ট্রাকের চালক হাবিবুল্লাহ মণ্ডল জানান, তার ছেলে শাহীন ভারতীয় সিএণ্ডএফ এজেন্ট (কার্গো) তিন কোনা সার্ভিস লাইনের একটি পাথরভর্তি ট্রাকের চালকের সহকারি হিসেবে বুধবার সন্ধ্যার পর ভোমরা বন্দরে আসে। এর কিছুক্ষণ পর তিনিও অপর একটি ভারতীয় পাথরভর্তি ট্রাকের চালক হিসেবে ভোমরা বন্দরে আসেন। পাকিং ইয়ার্ডে রাত পৌনে নয়টার দিকে পাথর আনলোড করে পিছন দিক থেকে ট্রাকে ওঠার সময় নীচে পড়ে গেলে অপর একটি ভারতীয় ট্রাক তাকে চাপা দেয়। ঘাতক ট্রাকটি পাকিং ইয়াডের তিন নং ফটক দিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতা আটক করে। এ সময় ট্রাকের চালক ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার রাজেন্দ্রপুর মোদি ঘোষপাড়ার মণ্টু ঘোষের ছেলে অজিত ঘোষ পারিয়ে যায়। বুধবার দিবাগত রাত রাত সোয়া ১টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইফুল ইসলাম শাহীনকে মৃত বলে ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য নিহতের লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়ায় শাহিনের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

চুকনগর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক রওশান আলী জানান, সাতক্ষীরা- চুকনগর মহাসড়কের পাটকেলঘাটার ভৈরবনগর মোড়ে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার গাড়িকে বুধবার দিবাগত রাত ১২টার দিকে পিছন দিক থেকে ধাক্কা মারে খুলনাগামি একটি পণ্যভর্তি ট্রাক। এতে ডাম্পারটি দুমড়ে মুচড়ে গেলে গাড়িতে থাকা জুলফিকার আলী ও মনিরুল ইসলাম ও দীপঙ্কর সরকার মারাত্মক জখম হয়। তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে রাত দুটোর দিকে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইফুল ইসলাম জুলফিকার ও মনিরুলকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় দীপঙ্কর সরকারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ শ্রমিকরা নিয়ে গেছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, ভৈরবনগর মোড়ে ট্রাক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশিবচত করেছেন।

(আরকে/এএস/জুন ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test