E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস

২০২৪ জুন ১৩ ১৯:২৪:১৯
শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস

শেখ ইমন, শৈলকুপা : ঝিনাইদহের শৈলকুপায় নদ-নদীতে ভ্রাম্যমান অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ফেলেছে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার উপজেলার কালী নদী ও কুমার নদে এ অভিযান পরিচালনা করা হয়।

শৈলকুপা মৎস কর্মকর্তা মিজানুর রহমান জানান, দিগনগর ইউনিয়নের দহকোলা প্রাইমারী স্কুলের সামনে কালী নদী থেকে ২৫ টি,ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুর এলাকা থেকে ১৩টি এবং ফুলহরি ইউনিয়নের পুটিমারী পালপাড়া ঘাটের কুমার নদ থেকে ২৬ টি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত ১২৮০ মিটার (৬৪ টি) জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরও জানান, চায়না দুয়ারি দিয়ে দেশীয় মাছ ধ্বংস করে দিচ্ছে অসাধু জেলেরা। অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় জেলেরা। এ অভিযান অব্যাহত থাকবে।

(টিবি/এসপি/জুন ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test