E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রটি ইউনিয়ন ভুমি অফিসের দখলে

২০১৪ নভেম্বর ২১ ১৩:২৮:৫৯
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রটি ইউনিয়ন ভুমি অফিসের দখলে

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান  কেন্দ্রটি এখন কৈজুরি ইউনিয়ন ভুমি অফিসের দখলে। তাই এই ইউনিয়নের জন্ম নিয়ন্ত্রণ ও প্রাথমিক স্বাস্থ্য সেবা ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে।

জন্ম নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য সেবা ঘরে ঘরে পৌছে দেওয়ার লক্ষে কৈজুরিতে এ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের নিজস্ব ভবন তৈরী করা হয়। এ ভবনের দোতলায় রয়েছে এ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ও ভিজিটরের থাকার জন্য আবাসিক রুম ও নিচ তলায় রয়েছে অফিস কার্যালয়।

জানা গেছে, যমুনা ভাঙনের আশংকায় গত ২০১১ সাল থেকে ইউনিয়ন ভুমি অফিসটি তাদের নিজস্ব কার্যালয় ছেড়ে এ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ভবনটির দোতালায় চলে আসে। তখন থেকেই এ ভবনে ইউনিয়ন ভুমি অফিসের কার্যক্রম চলছে । ফলে থাকার ব্যবস্থা না থাকায় কমিউনিটি মেডিক্যাল অফিসার ও ভিজিটরকে ভাড়া বাড়ীতে বাইরে থাকতে হয়।

এ বিষয়ে কৈজুরি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মোঃ হাবিবুল্লাহ জানান, তার বাড়ী কৈজুরিতে হওয়ায় তিনি আপাতত বাড়ী থেকে অফিস করতে পারলেও ভিজিটর মঞ্জুয়ারা কে প্রায় পনের কিলিমিটার দুরে উপজেলা সদরে বাসা নিয়ে থাকতে হয়। ভিজিটর মঞ্জুয়ারা জানান, তিনি বাসা ভাড়া করে বাইরে থাকলেও তার বেতন থেকে প্রতি মাসে বাসা ভাড়া বাবদ ৫’শ টাকা কেটে নেয়া হচ্ছে।

এদিকে এ ব্যাপারে উপজেলা এম সি এইচ এ্যান্ড এফ পি ও ডাক্তার আব্দুর রউফ জানান, ভুমি অফিসটির নিজস্ব কার্যালয় থাকা সত্বেও কোন কারণ ছাড়াই এক প্রকার জোড় করেই তারা এখানে অবস্থান করছে। তাই চিকিৎসা সেবাসহ জন্ম নিয়ন্ত্রল ব্যবস্থার কার্যক্রমের বিঘœ সৃষ্টি হচ্ছে। তিনি আরো জানান, বিষয়টি তাদের জেলা এবং বিভাগীয় উর্ধতন কর্মকর্তাদের অবহিত করলেও ভুমি অফিসটি এখনো সড়ানো সম্ভব হয়নি।

কৈজুরি ইউনিয়ন ভুমি অফিস নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সন্দ্বীপ কুমার সরকার’র সাথে মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

তবে এ ব্যাপারে উপজেলা নির্র্বাহী কর্মকর্তা শামীম আহমেদ জানান, গ্রামীন জনপদের স্বাস্থ্য সেবা ও জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা তরান্বিত করতে এ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রটি থেকে খুব শিগগির ভুমি অফিস সড়ানো হবে। তিনি আরো জানান, এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা প্রশাসক সঙ্গে কথা হয়েছে।




(এআরপি /এসসি/নভেম্বর২১,২০১৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test