E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

এসপির নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা, দুই যুবক আটক

২০২৪ জুন ১৫ ১৭:১৫:৩২
এসপির নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা, দুই যুবক আটক

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদের নাম ও ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি খুলে লোকজনের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ দুই যুবকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে পুলিশ এনিয়ে দিনাজপুর কোতয়ালী থানায় প্রেস ব্রিফিং করেছে।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন প্রেস ব্রিফিং এ গণমাধ্যম কর্মীদের জানান, দিনাজপুর পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ পিপিএম (বার) ও প্রবাসী কল্যাণ অফিসারসহ বেশ কয়েকজন অফিসারের ছবি ব্যবহার করে একাধিক ফেসবুক আইডি’ খুলে আইনি সহায়তা তথা জিডি, মামলার তদবির,পুলিশ ক্লিয়ারেন্স, তদন্ত রিপোর্ট পক্ষে করে দেওয়ার নামে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেয় এই দুই যুবক।

অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ (ডিবি) বৃহস্পতিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ঠনঠনিপাড়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে।

আটক যুবকরা হলেন- সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঠনঠনিয়াপাড়ার কাছের মাহমুদের ছেলে আলামিন (২২) ও সাম্বারুর ছেলে রুহুল আমিন (২০)।

অভিযানের নেতৃত্ব দেন, দিনাজপুর ডিবি পুলিশের এসআই বিশ্বজিৎ। এসপির নির্দেশে সাইবার ক্রাইম ইউনিট বিষয়টি দেখে অভিযোগের সত্যতা পায় এবং দীর্ঘ এক মাস চেষ্টা করে এই অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে সক্ষম হয়। এরপর তাদের পরিচয় ও ঠিকানা নিশ্চিত হয়ে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এএসপি শেখ জিন্নাহ আল মামুন আরো জানান, দুই যুবক এসপির নামে আইডি খুলে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে প্রতারণা করছিলেন।

(এসএস/এসপি/জুন ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test