E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুইচ গেটে বাঁধ দিয়ে মাছ নিধন

২০১৪ নভেম্বর ২১ ১৫:৩৫:১০
সুইচ গেটে বাঁধ দিয়ে মাছ নিধন

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার মদন উপজেলার মদন ইউনিয়নের বারঘরি হলুলিয়া নদীর সুইচ গেটের সামনে এবং পিছনে মাটি দিয়ে বাঁধ বেঁধে এলাকার প্রভাবশালীরা সেচ যন্ত্রে পানি শুকিয়ে মাছ ধরায় কৃষকের মাঝে হাহাকার শুরু হয়েছে।

জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১৯৮৮ সালে কোটি টাকা ব্যয়ে এই সুইচ গেট কৃষকদের সেচ সুবিধার্থে নির্মাণ করা হয়। গত ৩ বছর ধরে এলাকার মুনাফা লোভী একটি প্রভাবশালী চক্র মসজিদ উন্নয়নের নাম করে এই সুইচ গেটের সামনে এবং পিছনে মাটি দিয়ে বাঁধ বেঁধে মাছ ধরে লাখ লাখ টাকার ফায়দা লুটে নিচ্ছে। এদের দৌরাতেœ এলাকার সাধারণ কৃষকরা হতভম্ব হয়ে পড়েছে। এ ব্যাপারে এলাকাবাসী জেলা প্রশাসকের বরাবরে চলতি বছরের সেপ্টেম্বর মাসে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি মদন উপজেলা নির্বাহী অফিসার মদন ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গেলে সুইচ গেটের সামনে এবং পিছনে মাটির বাঁধ, মাঝখানে বাঁশ ও গাছের ডাল-পালা ফেলে দুটি পাওয়ার পাম্প দিয়ে পানি শুকাচ্ছে। এ সময় বারঘরি গ্রামের মানিক মিয়া, পুতুল মিয়া, হামিদ মিয়া ও স্বপনের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামের দুটি মসজিদের উন্নয়নের জন্য মাছ বিক্রির টাকা ব্যয় করা হচ্ছে। স্থানীয় কৃষক রুহুল আমিন জানান, প্রভাবশালী মহলের দাপটে সেচকাজ ব্যাহত সহ এই নদীতে ঠেলাজাল দিয়েও আমরা মাছ ধরতে পারছি না। মদন ইউপি চেয়ারম্যান রহিছ উদ্দিন এর সত্যাতা স্বীকার করে বলেন, বারঘরি গ্রামের মসজিদের উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে। মদন ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সেন্টু মিয়া জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে।

(এএমএ/অ/নভেম্বর ২১, ২০১৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test