E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নারী-শিশুসহ নিহত ৯

২০২৪ জুন ২২ ১৬:৩১:৪৬
সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নারী-শিশুসহ নিহত ৯

মোঃ শাজনুস শরীফ, বরগুনা : বরের বাড়িতে দাওয়াত খেতে যাওয়ার সময় ব্রিজ ভেঙে খালে পরে যায়। এতে দুই শিশুসহ ৯জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরো ৩-৪ জন নিখোঁজ রয়েছে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।

শনিবার (২২ জুন) দুপুর দুইটার দিকে বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন, আমতলী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে কনের নানাবাড়ি মাদারীপুর থেকে আমতলী শহরে বরের বাড়িতে বৌভাতের দাওয়াত খেতে মাইক্রোবাস যোগে যাওয়ার সময় দুপুর দুইটার দিকে হলদিয়া ও চাওড়া ইউনিয়নের সংযোগ ব্রিজে মাঝামাঝি আসলে ব্রিজটি ভেঙে মাইক্রোবাসটি যাত্রীসহ খালে পরে যায়। এসময় ব্রিজে থাকা আরো একটি ব্যাটারী চালিত আটো রিকশা যাত্রীসহ খালে পরে যায়। আটো রিকশায় থাকা যাত্রীরা কোন মতে প্রানে বেঁচে ডাকচিৎকার দিলে স্থানীয় আশেপাশের লোকজন ছুটে এসে ফায়ারসার্ভিস কর্মীদের খবর দেয়। এসময় মাইক্রোবাসে থাকা দুই শিশু ও ৭জন নারীকে পানির মধ্যে থেকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের সকলকেই মৃত্যু ঘোষণা করেন। এঘটনায় মাইক্রোবাস ও অটোরিকশার দশ যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এঘটনায় উপজেলা জুড়ে শোকের মাতম বইছে।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু ও বরগুনা জেলা প্রশাসক মুহাম্মদ রফিকুল ইসলাম। এসময় ব্রিজ নির্মাণে কোন অনিয়ম হয়েছে কিনা খতিয়ে দেখে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা।

নিহতের এক স্বজন জানান, হলদিয়ার ঝুকিপূর্ণ ব্রিজের কারণে আমার ৯ জন আত্মীয় মারা গেছে। আরো শিশুসহ আরো ৩-৪ জন নিখোঁজ রয়েছে।

বরগুনা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে স্থানীয়রা ও আমরা মিলে মোট ১৯ জনকে উদ্ধার করেছি। এরমধ্যে ১০ জন জীবিত আছে বাকি ৯ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনো একজন নিখোঁজ রয়েছে, তাকে উদ্ধার কাজ চলমান আছে।

আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, ইতিমধ্যে দুই শিশুসহ ৯ জনকে মৃত অবস্থায় হাসপাতলালে নিয়ে আসা হয়েছে।

(এসএস/এসপি/জুন ২২, ২০২৪)

পাঠকের মতামত:

২২ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test