E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 

২০২৪ জুন ২৩ ১৮:০৪:০৫
ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ঈশ্বরগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

আজ রবিবার সকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়।

বিকেলে স্মৃতিসৌধ চত্বরে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সাফির উদ্দিন আহমেদ।

সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা-আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম হারুন-অর-রশিদ, সাফায়াত হোসেন ভূইয়া, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ, সাংগঠনিক সম্পাদক এড. এমদাদুল হক, সহ-দপ্তর সম্পাদক রুহুল আমীন রাহুল, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল ইসলাম, সদস্য জুবের আলম কবীর রুপক, কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান, জেলা যুবলীগের সদস্য মাহবুবুর রহমান মাহবুব, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদ প্রমূখ। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

(এন/এসপি/জুন ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

২২ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test