E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নান্দাইলে আ’লীগের দুই গ্রুপের উত্তেজনা : ১৪৪ ধারা জারি

২০১৪ নভেম্বর ২১ ১৭:৫৭:১৮
নান্দাইলে আ’লীগের দুই গ্রুপের উত্তেজনা : ১৪৪ ধারা জারি

ময়মনসিংহ থেকে : ময়মনসিংহের নান্দাইলে পৌর আ’লীগের সম্মেলনকে কেন্দ্র করে দলটির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর থেকেই শহর ও শহরতলীতে চরম উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার মধ্যরাত থেকেই স্থানীয় প্রশাসন নান্দাইল উপজেলা সদরে অনিদির্ষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে।

পুলিশ জানায়, পৌর আ’লীগের সম্মেলনকে কেন্দ্র করে বৃহষ্পতিবার দলটির দুই গ্রুপের সংঘর্ষে আহত আবুল মুনসুর ভূঁইয়াকে (৬৫) আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো কমপক্ষে ১৫ জন আহত হন।

স্থানীয় সূত্র জানান, গত ৫ জানুয়ারির নির্বাচনের পর সাবেক এমপি ও নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম নান্দাইলের বাইরে ছিলেন। গত দুই মাস ধরে তিনি এলাকায় রাজনৈতিক তৎপরত্ াশুরু করেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের সাব রেজিস্ট্রী অফিসের সামনে তিনি পৌরসভা আওয়ামী লীগের সম্মেলন আয়োজন করেন।

সম্মেলন শুরু হলে সন্ধ্যা সাতটার দিকে একটি ঢিল ছোড়াকে কেন্দ্র করে হইচই শুরু হয়। মুহূর্তের মধ্যেই বর্তমান এমপি আনোয়ারুল আবেদিন তুহিনের সমর্থক ও সাবেক এমপি আব্দুস সালামের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ লেগে যায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্টগানের দুই রাউন্ড গুলিবর্ষণ, টিয়ার সেল নিক্ষেপ ও লাটিচার্জ করে। সংঘর্ষে আহতদের মধ্যে ১০ জনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর অবস্থায় সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইযার বড় ভাই আবুল মনসুর ভূঁইয়াকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ৯টায় মৃত ঘোষণা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার হারুনুর রশিদ সাংবাদিকদের জানান, পরিস্থিতি শান্ত। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহেদুল ইসলাম জানান, পরিস্থিতি সামাল দিতে উপজেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

(এসআইএস/অ/নভেম্বর ২১, ২০১৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test