E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হোসেনপুরে ভূয়া এনজিও ১৫ লক্ষ টাকা নিয়ে উধাও

২০১৪ নভেম্বর ২১ ২১:৪৯:৩০
হোসেনপুরে ভূয়া এনজিও ১৫ লক্ষ টাকা নিয়ে উধাও

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ভূয়া এক এনজিও জনকল্যাণ সংস্থা নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ১৫ লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে গেছে বলে অভিযোগ করেন এলাকাবাসী

। এলাকাবাসী জানায় , উপজেলার হাজিপুর বাজার সংলগ্ন সিরাজ উদ্দিনের বাড়ীতে জনকল্যান সংস্থা নামে একটি এনজিও ৫ বছরের জন্য ভাড়া নিয়ে র্কাযক্রম উদ্বোধন করে ১৪ কার্য দিবস পরিচালনা করে এনজিওটি উধাও ।

এরই মধ্যে বিভিন্ন মেয়াদে ডিপোজিট সঞ্চয় জমা নিতে থাকে গ্রাহদের কাছ থেকে। ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা সঞ্চয় নেয় এক সপ্তাহের মধ্যে ঋণ দেবার কথা বলে ।

সপ্তাহ পেরিয়ে এলে কিছু গ্রাহক ঋণ আনতে অফিসে গেলে গিয়ে দেখেন তালা লাগানো। পরে খোঁজ নিয়ে দেখেন অফিসের লোক জন তালা লাগিয়ে টাকা নিয়ে উধাও ।

হাজিপুর গ্রামের মোনতাজ আলী জানান, তার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছে ৫০ হাজার টাকা ঋণ দিবে বলে । গাবরগাঁও গ্রামের রফিকুুল ইসলাম জানান, ১৫ হাজার টাকা নিয়েছে ১ লাখ টাকা ঋণ দেবে বলে টাকা না পাওয়া সে কান্নায় ভেঙ্গে পড়েন ।


(পিকেএস/এসসি/নভেম্বর২১,২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test