E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

২০২৪ জুলাই ০৩ ১৮:১২:৩৯
চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

শেখ লিটন, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুই আলমসাধুর (ভটভটি) মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল হোসেন (২৮) নামে এক আলমসাধু চালক নিহত হয়েছেন। এসময় অপর আলমসাধু চালক ইব্রাহিম হোসেন (৪০) আহত হন। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার জয়রামপুর কাঠালতলায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল হোসেন আলমডাঙ্গা উপজেলার নওদা হাপানিয়া গ্রামের আমীর আলীর ছেলে। আহত ইব্রাহিম হোসেন একই উপজেলার ভালাইপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর জানান, বুধবার বেলা ১১টার দিকে জয়রামপুর কাঠালতলা এলাকায় দ্রুতগতির দুটি আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি আলমসাধুর একটিতে মাছ ও অপরটিতে কাঠ বোঝায় ছিলো। এতে দুই গাড়ির চালকই আহত হন। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বল হোসেনকে মৃত ঘোষণা করেন।

(এসএল/এসপি/জুলাই ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test