E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে’

২০১৪ নভেম্বর ২২ ১৬:৫১:০৯
‘শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে’

বগুড়া প্রতিনিধি : বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছে। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই প্রদানসহ সঠিক সময়ে পরীক্ষা গ্রহন ও ফলাফল প্রকাশের ব্যবস্থা করেছে সরকার। এতে করে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথ সুগম হয়েছে।

সরকার যুগোপযুগী শিক্ষানীতি প্রনয়ন করেছে। শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। সকল শিশুকে স্কুলগামী করতে উদ্যোগ নেয়া হয়েছে। একই সাথে দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করছে সরকার। পহেলা জানুয়ারীতে ৩৩ কোটি বই বিনামুল্যে প্রদান করা হবে। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। আগামীর নেতৃত্ব দেয়ার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে। ভালোভাবে পড়াশুনার পাশাপাশি নিজেকে ভালো মানুষ হিসেবে গড়তে হবে। শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তিনি অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহবান জানান।

শনিবার বেলা ১২ টায় বগুড়া জিলা স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। বগুড়া জিলা স্কুলের মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সরকারী আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর সামস উল আলম জয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহি প্রকৌশলী জাহাঙগীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সুফিয়া নাজিম, অতিরিক্ত পুলিশ সুপার সায়ফুজ্জামান ফারুকী, জেলা শিক্ষা অফিসার ছামসুল আলম, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, বগুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন প্রমুখ। অনুষ্ঠানে ২০১৪ সালের এসএসসি, ২০১৩ সালের জেএসসি ও পিএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৭৩৯ শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

(এএসবি/এএস/নভেম্বর ২২, ২০১৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test