E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

২০২৪ জুলাই ০৯ ১৭:৫১:৩৬
ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাক ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া বাজার সংলগ্ন এলাকার ময়ময়নসিংহ- কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে শর্শী নামক স্থানে। 

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, লক্ষীগঞ্জ বাজার হতে ব্যাটারি চালিত একটি ইজি বাইক ঈশ্বরগঞ্জ আসার পথে কিশোরগঞ্জ থেকে আসা একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে ইজি বাইকটি উল্টে সড়কের নিচে পড়ে যায়। এসময় ইজি বাইক চালক চরশিহারি গ্রামের আব্দুল কুদ্দুস তালুকদারের ছেলে তসলিম মিয়া (২৮) ও জাটিয়া ইউনিয়নের চরপাড়া গ্রামের আমিনুল হকের ছেলে আরিফুজ্জামান (২০) ঘটনাস্থলে মারা যায়।

এছাড়াও দুর্ঘটনায় আহত দুজন হলেন কাহেদ গ্রামের আব্দুল হেকিমের ছেলে এমদাদুল হক (৪০) ও নশুতি গ্রামের আব্দুল খালেকের স্ত্রী জাহানারা বেগম (৩৫)। আহতদের আশংকা জনক অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেয়ার পর তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ট্রাক ও ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে। লাশের সুরতহাল করা হচ্ছে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(এন/এসপি/জুলাই ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test