E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

চাঁদপুরে পাসপোর্ট নিতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

২০২৪ জুলাই ১০ ১৭:০৩:১৪
চাঁদপুরে পাসপোর্ট নিতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে পাসপোর্ট নিতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। ‌এই ঘটনায় শাহীন খান (২৭) নামের আরো একজন যুবক গুরুতর আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য ঢাকার রেফার করা হয়েছে।

আজ বুধবার বেলা ১১ টায় চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের জব্বর ঢালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত এবং আহত দুই যুবক একই মোটরসাইকেলের আরোহী ছিলেন। ‌ সম্পর্কে তারা দুজন বন্ধু। ‌

নিহত সাইফুল ইসলাম হাইমচর উপজেলার নয়ানি গ্রামের দীন মোহাম্মদের পুত্র। আর আহত শাহীন খান একই এলাকার নজরুল ইসলাম খানের পুত্র। ‌

নিহতের সজনরা জানেন, বুধবার সকালে তারা চার বন্ধু দুটি মোটরসাইকেল যোগে আহত শাহীন খানের পাসপোর্ট নেওয়ার জন্য চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসেন। সেখান থেকে তারা পাসপোর্ট নিয়ে একটি মোটরসাইকেলে করে সাইফুল ও শাহিন বাড়ির দিকে রওনা হন। তারা দুজন চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দরা ইউনিয়নের জব্বার ঢালি এলাকায় বৃষ্টি ভেজা রাস্তায় স্লিপ কেটে পড়ে যায়। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি বেপরোয়া গতির হওয়ায় ঘটনাস্থলেই সাইফুল ইসলাম মৃত্যুবরণ করেন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে যাত্রী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত্যু বলে ঘোষণা করেন। ‌এবং অপর মোটরসাইকেল আরোহী শাহীন খানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চিকিৎসক উন্নত চিকিৎসা জন্য ঢাকা রেফার করে।

(ইউএইচ/এসপি/জুলাই ১০, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test