E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বোয়ালমারীতে শিক্ষকদের হাতে গাছের চারা তুলে দিলেন নবাগত ইউএনও

২০২৪ জুলাই ১০ ২০:৩৮:২৮
বোয়ালমারীতে শিক্ষকদের হাতে গাছের চারা তুলে দিলেন নবাগত ইউএনও

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে যোগদান করেই শিক্ষক ও জনপ্রতিনিধিদের হাতে গাছের চারা তুলে দিলেন নবাগত ইউএনও তানভির হাসান চৌধুরী।

১০ জুলাই বুধবার দুপুরে প্রথম কর্মদিবসেই বৃক্ষপ্রেমী এই কর্মকর্তার পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপজেলাবাসী।

উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও উপজেলার দশটি ইউনিয়নের জনপ্রতিনিধিদের হাতে একহাজারের অধিক চারা তুলে দেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তানভির হাসান চৌধুরী।

যখন চারদিকে চলছে প্রকৃতির ভারসাম্য নষ্টের মহোৎসব। যখন প্রকৃতির প্রাণ সবুজ বৃক্ষ নিধনের ফলে তীব্র তাপদাহ, বন্যা, অনাবৃষ্টি ও খরায় প্রকৃতির বিরুপ প্রভাবে জনজীবন অতিষ্ঠ। ঠিক সেই মূহুর্তে এক হাজার ফলদ ও বনজ বৃক্ষচারা বিতরণের এমন ব্যতিক্রমী উদ্যোগে সাড়া ফেলেছে শিক্ষক ও জনপ্রতিনিধিদের মধ্যে।

নবাগত ইউএনও তানভির হাসান চৌধুরী ৩৫ তম বিসিএস (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা। তিনি বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন। ফেনী জেলার সন্তান এই কর্মকর্তা চাকুরির শুরুতে সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগদান করেন। ৯ জুলাই ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। বোয়ালমারীতে তিনি বিদায়ী ইউএনও মেহেদী হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন।

বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সোহেল,
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু আহাদ, শাহজাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন প্রমুখ।

(কেএইচএফ/এএস/জুলাই ১০, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test