E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে ক্ষমতার দাপটে এক যুবলীগ কর্মীর কান্ড !

২০১৪ নভেম্বর ২২ ১৯:৫৩:৪৬
নাটোরে ক্ষমতার দাপটে এক যুবলীগ কর্মীর কান্ড !

নাটোর প্রতিনিধি : নাটোর সদর উপজেলার হালসা গ্রামে ক্ষমতার দাপট দেখিয়ে সংখ্যালঘু সত্য রঞ্জন চক্রবর্তী সাধনের দোকান ঘর সহ ৩ বিঘা সম্পত্তি দখল করে নেয় শাহিন মন্ডল নামে এক যুবলীগ কর্মী। শনিবার স্থানীয় আওয়ামীলীগ নেতার উপস্থিতিতে সালিশ বৈঠকে দখল করা জমি উদ্ধার করে সাধনকে বুঝিয়ে দেওয়ার পর ওই যুবলীগকর্মী সাইনবোর্ড টানিয়ে পুনরায় তা দখল করে নেয় এবং সত্য রঞ্জন চক্রবতী সহ তার পরিবারকে হুমকি দেয়। এঘটনায় এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতংক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে সাইনবোর্ড সরিয়ে ফেলে এবং সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস দেয়।

এলাকাবাসী ও জেলা পুজা উদযাপন পরিষদ সুত্রে জানাযায়, সদর উপজেলার হালসা বাজারের যুবলীগ কর্মী সন্ত্রাসী শাহিন মন্ডল ক’দিন আগে জাল দলিলের মাধ্যমে প্রতিবেশী সংখ্যালঘু সত্য রঞ্জন চক্রবর্তী সাধনের ৭ টি দোকান ঘর সহ ৩ বিঘা পরিমান জমি জবর দখল করে। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার উদ্যোগ নিলেও সুরাহা করা যায়নি। পরে বিষয়টি নিয়ে পুজা উদযাপন পরিষদ সহ কয়েকজন আইনজীবি শনিবার সরেজমিন ঘটনাস্থলে যান। সেখানে পাঁচজন আইনজীবি ও পুজা উদযাপন পরিষদের জেলা সভাপতি চিত্তরঞ্জন সাহা সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ কাগজপত্র দেখে সত্য রঞ্জন চক্রবতীর পক্ষে মতামত দেন। পরে সদর উপজেলা অওয়ামীলীগ সভাপতি ওসমান আলী প্রামানিকের সভাপতিত্বে এক সালিশ বৈঠক বসে। বৈঠকে যুবলীগ কর্মী শাহিন মন্ডলের উপস্থিতিতে সত্য রঞ্জন চক্রবর্তীকে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়। বৈঠকে আইনজীবিদের মধ্যে ছিলেন মালেক শেখ,আমজাদ হোসেন,আব্দুল মান্নান,খগেন্দ্র নাথ রায় ও উদয় ভট্টাচার্য্য।
এদিকে সালিশকারী সহ আইনজীবিরা ঘটনাস্থল থেকে চলে আসার পর শাহিন মন্ডল দলবল সহ গিয়ে সত্য রঞ্জন চক্রবতীর সম্পত্তির ওপর সাইন বোর্ড টানিয়ে পুনরায় দখল করে নেয় এবং সংখ্যালঘু ওই পরিবারকে হুমকি দেয়। স্থানীয়রা জানায়, জবর দখল ও হুমকির মুখে বেশ ক’বছর ধরে অনেক সংখ্যালঘু পরিবার এলাকা ছেড়ে ভারতে চলে গেছে।
ওসমান আলী প্রামানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্বিতীয় দফা সাইন বোর্ড টানানোর খবর পেয়ে পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ গিয়ে তা ভেঙ্গে গুড়িয়ে দেয়। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।
জেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি চিত্ত রঞ্জন সাহা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে সাইনবোর্ড উপড়ে ফেলে এবং নিরাপত্তা আশ্বাস দিলেও এলাকায় সংখ্যালঘুদের মাঝে আতংক বিরাজ করছে।
নাটোর সদর থানার ওসি ফরিদুল ইসলাম খান জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাইনবোর্ড সরিয়ে ফেলে। পুলিশ যাওয়ার পর শাহিন গা ঢাকা দিয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তায় পুলিশ সর্তক রয়েছে।

(এমআর/অ/নভেম্বর ২২, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test