E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীতে এমপি ওয়াজেদ চৌধুরী ও জেলা আ'লীগের সভাপতি রফিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

২০২৪ আগস্ট ০১ ১৭:৩৫:০০
রাজবাড়ীতে এমপি ওয়াজেদ চৌধুরী ও জেলা আ'লীগের সভাপতি রফিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

রিয়াজুল করিম, রাজবাড়ী : রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরীর ৩২তম ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এ্যাডঃ সৈয়দ রফিকুল ইসলাম সালেহীনের ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার (৩১ জুলাই) বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মহাম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ফকুরুজ্জামান মুকুট, যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ সফিকুল আজম মামুন প্রমুখ।

এ সময়, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম নওয়াব আলী ও জেলা আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য এডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরী ছিলেন একজন আদর্শবান রাজনীতিবিদ। তার অবদান দেশ ও জনগণ চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। আমরা তার আদর্শ নিয়ে রাজনীতি করবো। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

(আরকে/এএস/আগস্ট ০১, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test