E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আগৈলঝাড়ায় জাতীয় শোক দিবস পালনে আওয়ামী লীগের প্রস্তুতি সভা

২০২৪ আগস্ট ০৩ ১৭:২৭:৫৯
আগৈলঝাড়ায় জাতীয় শোক দিবস পালনে আওয়ামী লীগের প্রস্তুতি সভা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : শোকের মাস আগস্টে বরিশালের আগৈলঝাড়া আওয়ামী লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনসহ মাস ব্যাপি বিভিন্ন দিবস পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহনের মধ্যদিয়ে দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, উপজেলা সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালে মো. লিটন।

সভায় সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গর রুহের মাগফিরাত কামনায় দাড়িয়ে নীরবতা পালন করা হয়।

সভায় সিদ্ধান্ত অনুযায়ি ১আগস্ট থেকে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দলীয় কার্যালয়ে কোরান খতম শুরু হয়েছে। ১৫ আগস্ট সকালে জাতীয় পতাকা, শোক দিবসের পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, জাতির পিতা ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোক র‌্যালী ও দিবসের তাৎপর্য তুলে ধরে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কলেজ মাঠে আলোচনা সভা, দোয়া-মিলাদ, কাঙ্গালী ভোজের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

ওই সভায় জাতির পিতার বড় ছেলে, বিশিষ্ট ক্রিড়া সংগঠক ১৫ আগস্ট শহীদ হওয়া ক্যাপ্টেন শেখ কামালের ৫ আগস্ট জন্ম বার্ষিকী উদযাপন, ৮ আগস্ট জাতির পিতার সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্ম বার্ষিকী উদযাপন, ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলা দিবস পালন ও ২১ আগষ্ট গ্রেনেডে হামলা দিবস পালনে জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। এছাড়াও ইউনিয়ন পর্যায়ে জাতীয় শোক দিবস পালনের জন্য সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম হেমায়েত উদ্দিনযুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল সরদার, রফিকুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মমতাজ বেগম, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, সেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, শ্রমিকলীগের সভাপতি আবুল কাশেম সরদার, সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম তালুকদার, ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, বিভিন্ন ইউুনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন।

(টিবি/এসপি/আগস্ট ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

১০ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test