E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুরের ফুলবাড়ীতে বৃষ্টি উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল 

২০২৪ আগস্ট ০৩ ১৮:০৫:০৫
দিনাজপুরের ফুলবাড়ীতে বৃষ্টি উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে বৃষ্টিকে উপেক্ষা করে আইন-শৃঙ্খলার বাহিনীর কঠোর প্রহরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলবনের শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকেরা।

আজ শনিবার দুপুর ১২ টার দিকে শিক্ষার্থী-শিক্ষল ও অভিভাবকেরা বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা মোড় হতে ফুলবাড়ী উপজেলা শহর অভিমুখে প্রবেশ করে। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর সতর্কতা অবলম্বন করতে দেখা যায়।

মিছিলটি নীমতলা মোড় এসে অনেকে রাস্তায় বসে পড়ে অবস্থান নেয়। শ্লোগানে মুখরিত হয়ে ওঠে। নিমতলা মোড়ে সড়ক বেরিগেট দিয়ে দুই ঘন্টাব্যাপী সমাবেশ করেন আন্দোলনকারিরা। সারা দেশে ছাত্র এবং সাধারণ নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও হত্যার ষ্ট উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্থরের জনতার ঢল।

এ সময় “তোমার কোটা তুমি নাও, আমার ভাইয়ের জীবন ফিরিয়ে দাও, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছ’,আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না,পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না,ভুয়া ভুয়া এসব স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা।

সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীরাসহ বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, শিক্ষক সঞ্জিব কুমার জিতু, অভিভাবক এসএম নুরুজ্জামান। এতে বিভিন্ন স্তারের নাগরিক,অভিভাবক,শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

এসময় শিক্ষার্থীদের সাথে অনেক অভিভাবকরাও আসেন, তাঁরাও সেখানে একসাথে স্লোগান দিতে থাকেন। কেউ কেউ ছাতা আনলেও বেশিরভাগ আন্দোলনকারীরা বৃষ্টিতে ভিজেই বিক্ষোভ করেন। অনেকে মাথায় লাল ফিতা বেঁধেছেন। পুলিশ ও বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে দাড়িয়ে থাকতে দেখা গেছে।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে প্রকাশ্যে গুলি করে মারছে। অন্যায়ভাবে শিক্ষার্থীদের আটক করা হচ্ছে। আমাদের ভাই-বোনদের টর্চার করছে, হত্যা করছে। তাই আমরা মাঠে নেমেছি। আমরা ভয় করিনা কত গুলি আছে, চালান আমাদের বুকে। তাই বৃষ্টিতে ভিজেই আন্দোলন করছি, আমার ভাইদের হত্যার বিচার চাই। হত্যাকারীর বিচারসহ দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।

অভিভাবকরা বলেন, শিক্ষার্থীরা আমাদেরই সন্তান , আমরা গনতান্ত্রিক দেশে বাস করি। শিক্ষার্থীরা তাদের অধিকারের কথা বলেতেই পারে। পুলিশ তাদের ‘গুলি করে মারছে কেন? কি দোষ করেছে তারা? এ কেমন রাষ্ট্র অধিকারের কথা বলা যাবে না। সন্তানদের পাশে দাড়াতে এবং তাদের দাবি আদায়ে আমরাও তাদেও পাশে আছি। আমারা শিক্ষার্থীদের হত্যার বিচার চাই।

(এসএস/এসপি/আগস্ট ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

১০ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test