E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শাশুড়ি হত্যার দায় স্বীকার করে পুত্রবধূসহ দুই নারীর আদালতে জবানবন্দি

২০২৪ আগস্ট ০৩ ১৮:৩৮:৫০
শাশুড়ি হত্যার দায় স্বীকার করে পুত্রবধূসহ দুই নারীর আদালতে জবানবন্দি

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলার সুভাষিনী গ্রামের নাসিরন বিবি নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত পুত্রবধূসহ দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত শুক্রবার বিকেরে তারা সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোঃ সালাহউদ্দিন আহম্মেদ এর কাছে এ জবানবন্দি দেন।

১৬৪ ধারায় স্বীকারোক্তি প্রদান করা আসামীরা হলেন, তালা উপজেলার সুভাষিনী গ্রামের শান্তিনগরের নাছিরন বিবির বৌমা ও আশরাফুল ইসলামের স্ত্রী লিপি বেগম (৩৫) এবং প্রতিবেশী ইদ্রিস গাইনের স্ত্রী আসমা বেগম (৩৪)।

ঘটনার বিবরণে জানা যায়, তেঁতুলিয়া ইউনিয়নের শুভাষিনী গ্রামের শান্তিনগরে মৃত হাতেম আলী গাইনের স্ত্রী নাছিরন বিবির গচ্ছিত অর্থ-সম্পদের লোভে বশিভূত হন তার বৌমা লিপি বেগম। পরে পরিকল্পনা করে বৌমা লিপি বেগম ও প্রতিবেশী আসমা বেগম সুযোগ বুঝে বৃহষ্পতিবার শ্বাসরোধ করে শাশুড়িকে হত্যা করেন। স্থানীয় এলাকাবাসী ঘটনার বিষয় টের পেয়ে ইউপি সদস্যকে জানান। ইউপি সদস্য ঘটনাস্থলে হাজির হয়ে থানা পুলিশকে অবহিত করলে পুলিশ মরদেহ উদ্ধার ও আসামীদের গ্রেপ্তার করেন। পরে লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত লিপি বেগম ও আসমা বেগম শুক্রবার বিকেলে সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ৩য় আদালতের বিচারক মোঃ সালাহউদ্দিন আহম্মেদ এর কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাদেরকে জেলখানায় পাঠানো হয়।

(আরকে/এসপি/আগস্ট ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test