E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আওয়ামীলীগ ও আন্দোলনকারীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত রাজবাড়ী

২০২৪ আগস্ট ০৩ ২০:৩৩:১৬
আওয়ামীলীগ ও আন্দোলনকারীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত রাজবাড়ী

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীতে একই সময়ে আওয়ামী লীগ ও  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থকদের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে শহর।

শনিবার (৩ আগস্ট) বিকাল ৪টায় রাজবাড়ীর হরিতলা মন্দিরের পাশ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সেন্ট্রাল হাসপাতালের সামনে আটকে দেয় পুলিশ।

এসময় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি ও অঙ্কুর স্কুল এন্ড কলেজের শিক্ষক শেখ আব্দুর রউফ হিটু আন্দোলনকারীদের পক্ষ নিয়ে পুলিশের সাথে কথা বলেন।আন্দোলনকারীরা শান্তিপূর্ণ মিছিলের অনুমতি পেলে পান্না চত্ত্বরে এসে তারা অবস্থান নেয়।

অন্যদিকে শহরে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপস্থিত হয় নেতাকর্মীরা।রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী,যুগ্ন সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়।

দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শহরের পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। বন্ধ হয়ে যায় দোকানপাট।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিযোগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। এ সময় ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীদের মিছিল।

পরে পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সরিয়ে দেয়। শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের বাসায় যেতে সহযোগিতা করে পুলিশ সদস্যরা।

অন্যদিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দাবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল থেকে তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। সেটি প্রতিহত করতেই তাদের ধাওয়া দেওয়া হয়।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করা বেশ কয়েকজন শিক্ষার্থীর পিতা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে রাজনৈতিক নেতাকর্মীরা এসে নষ্ট করে দিচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলন সঠিক পথে থাকলেন রাজনৈতিক কারণে সেটি ব্যর্থ হতে যাচ্ছে।
দুই দলের কর্মসূচি ঘিরে রাজবাড়ীতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। শহরের বড়পুল থেকে ১ নং রেলগেট পর্যন্ত মোড়ে মোড়ে পুলিশ অবস্থান নেয়।

দুই দলের কর্মসূচি ও উত্তপ্ত পরিস্থিতি নিয়ে কথা বলতে রাজি হয়নি পুলিশের কোন কর্মকর্তা।

(একে/এএস/আগস্ট ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test