E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাংশায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কোটাবিরোধী আন্দোলনের বিরুদ্ধে মিছিল ও আলোচনা সভা

২০২৪ আগস্ট ০৪ ২১:১৭:০৬
পাংশায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কোটাবিরোধী আন্দোলনের বিরুদ্ধে মিছিল ও আলোচনা সভা

একে আজাদ, রাজবাড়ী : কোটা বিরোধী আন্দোলন উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামীলীগের উদ্দোগে রবিবার মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে ইউনিয়ন, পৌরসভাসহ উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে উপস্থিত হন। সেখানে সংক্ষিপ্ত আলোচনা শেষে মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে আবার সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম মোবাইল ফোনের মাধ্যমে নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, ওরা মেট্রো রেলের অনেক ক্ষতি করেছে। দেশকে অস্থিতিশীল করে তুলেছে। এই সংকটময় পরিস্থতি মোকাবেলা করার জন্য আপনারা সকলে একত্রিত থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম শফিকুল মোর্শেদ আরুজ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মন্ডল, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র মোঃ ওয়াজেদ আলী, সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র ওতুর সরদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য গোবিন্দ কুন্ডু।

পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, শাহিদুল ইসলাম মারুফ হাবাসপুর, বাহাদুরপুর, যশাই, মৌরাট সরিষা, কশবামাজাইল সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান।

এছাড়াও ইউনিয়ন ও পৌর আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সমাবেশে বক্তারা জামায়াত-শিবির ও বিএনপিসহ সকল অপশক্তির অপ তৎপরতা রুখে দিতে প্রত্যয় ব্যাক্ত করেন।

(একে/এএস/আগস্ট ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

১০ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test