E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গুজবে আতংকিত গোপালগঞ্জবাসী

২০২৪ আগস্ট ০৬ ১৯:৩৬:৩৪
গুজবে আতংকিত গোপালগঞ্জবাসী

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ আওয়ামী লীগের দুর্ভেদ্য ঘাঁটি। আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধান শেখ হাসিনা পদত্যাগ করার পর গোপা্লগঞ্জে অজানা আতংক শুরু হয়। সোমবার টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিসৌধ, আওয়ামী লীগ অফিসে হামলা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। এছাড়া আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে বিএনপি-জামায়াত এক হয়ে গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থাপনায় হামলা চালাবে-এমন গুজব ছড়িয়ে পড়ে শহর জুড়ে।

মুহুর্তের মধ্যেই শহরের মানুষ আতংকিত হয়ে পড়ে। শহরের চৌরঙ্গী, কাঁচা বাজার, পৌরসভা ও আড়াই শ’ বেড জেনালে হাসপাতালে হামলা সংঘর্স হয়েছে বলে আতংকিতরা প্রচার করেন। অনেকে দিক-বিদিক ছোটাছুটি করেন। মুহুর্তের মধ্যে শহরে অফিস আদালত, ব্যাংক-বীমা, ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। শান্ত গোপালগঞ্জ অশান্ত করতেই কৌশলে এ গুজব ছড়িয়ে দেয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শী এসএম মাহাবুব আলী, শেখ আলী হোসেন জানান।

দুপুর ২টা ৫ মিনিটে শহরের থানাপাড়ায় দু’ মহিলাকে দৌড়াতে দেখা যায়। তারা জানান, চৌরঙ্গীতে মারামারি হচ্ছে। তাই আতংকিত হয়ে তারা বাড়ি যাচ্ছে।

২ টা ১০ মিনিটি শহরের মা মনসা বস্ত্রালয়ের মালিক আলোক সাহা ও অজয় সাহার সাথে দেখা হয় ডিসি রোডে। তারা বলেন, লোকজন আতংকিত হয়ে ছুটাছুটি করছে তাই মুহুর্তের মধ্যে তাড়াহুরা করে দোকান পাট বন্ধ করে দিয়ে বাড়ি যাচ্ছি। শহরের বিভিন্ন জায়গায় গন্ডগোল হচ্ছে বলে জানতে পেরেছি।

গুজবের সূত্র ধরে শহরের কাঁচা বাজারে গিয়ে দেখা গেছে সব দোকান বন্ধ হয়ে গেছে। আতংকিত ব্যবসায়ী আব্দুর রহিম বলেন, বিএনপি-জামায়াতের মিছিল আসবে ভাংচুর হতে পরে তাই দোকানপাট বন্ধ করে দিয়েছি। তবে সেখানে কোন হামলা, ভাংচুর বা সংঘর্ষে ঘটনা ঘটেনি বলে জানান ওই দুই ব্যবসায়ী।

পরে চৌরঙ্গী, পৌরসভা এলাকা ও হাসপাতালে গিয়েও হামলা, ভাংচুর বা সংঘর্ষের কোন সত্যতা মেলেনি।

গোপালগঞ্জবাসীর ভীতি দুর করতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি.এম সাহাব উদ্দিন আজমের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মিরা সাঠিসোটা নিয়ে জেলা শহরের বিক্ষোভ মিছিল করে। আওয়ামী লীগ নেতৃবৃন্দ যে কোন পরিস্থিতি সাহসের সাথে মোকাবেলা করার জন্য জেলাবাসীকে প্রস্তুত থাকার আহবান জানান।

এছাড়া ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর, দেশব্যাপী আওয়ামী লীগ কার্যালয়, বঙ্গবন্ধুর ভাস্কর্য, ম্যুরাল আওয়ামী লীগ নেতা কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ভাংচুর অগ্নিসংযোগের প্রতিবাদে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মিরা শহরের দফায় দফায় মিছিল বের করেন।

মিছিলগুলো শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থক, বিএনপি-জামায়াতকে মিছিল করতে দেখা যায়নি।

(এমএস/এএস/আগস্ট ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

১০ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test