E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যশোর জেনারেল হাসপাতালে একদিনে সর্বোচ্চ পোস্টমর্টেম

২০২৪ আগস্ট ০৬ ২০:২৪:৪০
যশোর জেনারেল হাসপাতালে একদিনে সর্বোচ্চ পোস্টমর্টেম

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোর জেনারেল হাসপাতালে একদিনে সর্বোচ্চ পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে। পোস্টমর্টেম করা প্রায় সব মৃতদেহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত। গত সোমবার যশোরের পাঁচ তারকা জাবির ইন্টারন্যাশনার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় হোটেলের ভিতরে অগ্নিদগ্ধ হন অনেকেই।

সূত্র বলছে, হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন ২৪ জন। জাবির হোটেলে অগ্নিকাণ্ডের সময় সেখানে ইন্দোনেশিয়ার একজন নাগরিক, সাধারণ মানুষ, উদ্ধার কাজে নিয়োজিত সাধারণ শিক্ষার্থীসহ অর্ধশতাধিক মানুষ ক্ষতিগ্রস্থ হন। এর মধ্যে নিহত হন ২৪ জন। বাকি প্রায় ৩৫ জন চিকিৎসা নিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য যশোরের বাইরে নেওয়া হয়েছে কয়েকজনকে। নিহতদের মধ্যে অধিকাংশের বয়স ১৮ থেকে ৩৫ বছর। নিহত ২২ জনের পোস্ট মর্ডেম সম্পন্ন হয়েছে যশোর জেনারেল হাসপাতালের মর্গে। দুটি মরদেহ পোস্ট মর্টেম ছাড়াই স্বজনরা নিয়ে গেছেন। ২২ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুর ২ টা পর্যন্ত ২ জনের মরদেহ মর্গে পড়েছিলো। নিহতের মধ্যে কোনো নারী সদস্য ছিলোনা বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা গেছে, হাসপাতাল চত্বরে মানুষ অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ায় শোকের মাতম বিরাজ করছে। থমথমে অবস্থায় লাশ কাটা ঘরে হারানো স্বজনদের খোঁজে আসছেন অনেকেই।

যশোর জেনারেল হাসপাতালের ডোম শ্রী অরুণ বলেন, যশোরে চাকুরিরত অবস্থায় এবার সর্বউচ্চ সংখ্যক লাশ পোস্ট মর্টেম করেছেন তিনি। তবে অন্য কর্মস্থলে একদিনে ২৫ টি পর্যন্ত মৃতদেহ পোস্ট মর্টেম করেছেন বলেও জানান।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবাধয়ক ডা: হারুন আর রশিদ বলেন, বিদেশি নাগরিকসহ ২৩ জন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে আসেন। নিহতদের পোস্ট মর্টেম সম্পন্ন হয়েছে।

(এসএমএ/এএস/আগস্ট ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

১০ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test