E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীতে নেতাকর্মীদের শান্ত থাকার অনুরোধ করলেন বিএনপি নেতা হারুনু অর রশিদ

২০২৪ আগস্ট ০৬ ২৩:০৪:২৮
রাজবাড়ীতে নেতাকর্মীদের শান্ত থাকার অনুরোধ করলেন বিএনপি নেতা হারুনু অর রশিদ

বিশেষ প্রতিনিধি : কারো বাড়ী ভাঙচুর, আগুন, হামলা থেকে বিরত থাকা ও আনন্দ মিছিল, রং খেলা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুন। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ীর বালিয়াকান্দি, পাংশা ও কালুখালী উপজেলা বিএনপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুন বলেন, আওয়ামী লীগ যা করেছে বিএনপি তা করবে না। আপনারা কেউ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান তারা আমাদের লোক। কেউ কারো বাড়ী ভাঙচুর, মারধর, অগ্নিসংযোগ করা যাবে না। কোন প্রকার রং খেলা ও আনন্দ মিছিল থেকে বিরত থাকতে হবে। আমরা শত শত ছাত্রদের জীবনের বিনিময়ে আজ দেশ দ্বিতীয়বার স্বাধীন করতে পেরেছি। আওয়ামী লীগের মতো অপকর্ম করে আমরা নিন্দনীয় হতে চাই না। এ কারণে সকল নেতাকর্মীদের শান্ত থাকার পাশাপাশি তারেক রহমানের নির্দেশ মেনে চলার আহবান সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন। এছাড়াও নিহত বাংলা কলেজের ছাত্র শহীদ সাগরের নামে বালিয়াকান্দি-নারুয়া সড়কের নামকরণের দাবী জানান।

বালিয়াকান্দিতে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া, আশিকুর রহমান, পাংশায় উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ রফিকুল ইসলাম, পাংশা পৌর বিএনপির সভাপতি বাহারাম সরদার, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান সহ নেতাকর্মীরা বক্তৃতা করেন। এছাড়াও কালুখালীতে অনুরুপ কর্মসূচি পালন করেন। পরে রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

(একে/এসপি/আগস্ট ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

১০ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test