E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে ছাত্রদলের বাঁধভাঙা বিজয় মিছিল

২০২৪ আগস্ট ০৭ ১৮:৫০:৩৪
কাপ্তাইয়ে ছাত্রদলের বাঁধভাঙা বিজয় মিছিল

রিপন মারমা, রাঙ্গামাটি : শেখ হাসিনার পতন ও খালেদা জিয়ার কারামুক্তি উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা ও কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে বাঁধভাঙা বিজয় মিছিল।

বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে১১ টায় কাপ্তাই উপজেলা সদর হতে শুরু হয়ে মিছিলটি কাপ্তাই সড়ক হয়ে কর্ণফুলী সরকারি কলেজে এসে শেষ হয়। মিছিল শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে শহীদদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল করা হবে বলে জানিয়েছেন, রাঙ্গামাটি জেলা বিএনপি যুগ্ম সম্পাদক মোঃ দিলদার হোসেন।

তিনি বলেন, ৫ আগষ্ট স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়েছে। ছাত্রদের মাধ্যমে ১৫ বছরের স্বৈরাশাসক শাসনের অবসান ঘটেছে। বাংলাদেশের ছাত্রদের মাধ্যমে শেখ হাসিনার বিচার করা হবে এবং শেখ হাসিনার সাথে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলও তাদের সকলের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় সহ প্রতিটি স্থাপনার প্রতি আপনারা খেয়াল রাখবেন কোনভাবেই এগুলোই আঘাত আনবে না। আমাদের কোন সংখ্যালঘু ভাই যেন নির্যাতিত না হয়। কেউ তাদের উপর আঘাত করবেন না এই কাপ্তাই হবে শান্তির উপজেলা।

কাপ্তাই উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বলেন, সবাইকে বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের এই বিজয় আমাদের শহীদ ভাইদের প্রতি উৎসর্গ করলাম। আমরা আমাদের ভাইদের রক্ত বৃথা যেতে দেইনি। শিক্ষার্থীরা খুব শীঘ্রই সরকার গঠন করবে। সরকার গঠনের আগ পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের ব্যবহার করে অনেকেই তাদের ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল চায়। কিন্তু আমরা তা হতে দিব না। কারো ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য এই স্বাধীনতা অর্জন করা হয়নি।

মিছিলে নেতৃত্ব দেন কাপ্তাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সেকান্দার আলী রাসেল, সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম, কলেজ ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন অপু ও সদস্য সচিব রিয়াজ উদ্দিন আকাশ। এসময় উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/আগস্ট ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

১০ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test