E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাশিয়ানীতে সমাবেশ 

২০২৪ আগস্ট ১২ ১৯:২৩:০০
শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাশিয়ানীতে সমাবেশ 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান। 

আজ সোমবার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া রেলওয়ে মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শরাফত হোসেন লাবলু, সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জামিলুর রহমান জাপান, কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগে সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ শেখ মোঃ মাসুদ রহমান, যুবলীগের সভাপতি কাজী নুরুল আলম তুহিন, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম পিকুল, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মোল্যা খালিদ হোসেন লেবু, ছাত্রলীগের সভাপতি মোঃ আজাদ হোসেন মৃধা প্রমূখ।

বক্তারা বলেন, সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোর করে ক্ষতাচ্যুত করা হয়েছে। তাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে প্রাণপ্রিয় নেত্রীকে দ্রুত দেশের মাটিতে ফিরিয়ে আনার দাবি জানাই।

বক্তারা আরো বলেন, ধানমিন্ডর ৩২ নম্বর বাড়ি পুড়িয়ে দেওয়া, বঙ্গবন্ধুর ভাস্কর্য,মুর‌্যাল ভাংচুর, সংখ্যালঘু নির্যাতন, আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ দেশের বিভিন্ন স্থানে ভাস্কর্য ও মন্দির ভাঙচুরের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

এদিন বেলা ১১ টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০ টার মধ্যে ১৪টি ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে রেলওয়ে মাঠে আসেন। সাড়ে ১০ টার মধ্যে নেতা-কর্মী, সমর্থক ও জনতার উপস্থিতিতে রেলওয়ে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তারা প্রিয় নেত্রীকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। শ্লোগানে-শ্লোগানে রেলওয়ে মাঠ মুখরিত হয়ে ওঠে।

(টিবি/এসপি/আগস্ট ১২, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test