E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ার দুটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারী করণের দাবী জানিয়েছেন হুইপ ওমর

২০১৪ নভেম্বর ২৪ ১৯:৫০:৪৮
বগুড়ার দুটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারী করণের দাবী জানিয়েছেন হুইপ ওমর

বগুড়া প্রতিনিধি : ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ও বগুড়া করোনশেন ইন্সটিটিউট সরকারী করণের দাবী জানিয়েছেন বিরোধিদলীয় হুইপ ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম ওমর। চলতি অধিবেশনে সোমবার মাগরিব নামাযের বিরতির পর জাতীয় সংসদে এ দাবী উপস্থাপন করেন। জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্যপ্রণালী ৭১ বিধিতে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেয়া নোটিশের আলোকে এমপি ওমর বগুড়া সদরের দুটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারী করণের দাবী জানান।

সন্ধা ৬ টার সময় জাতীয় সংসদে নূরুল ইসলাম ওমর এমপি বলেন, উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিতি বগুড়া জেলা সদর গুরুত্বপূর্ণ ব্যবসায়ী এলাকা। এখানে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান ও মিল কারখানা গড়ে উঠেছে। এতে করে মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বগুড়ার মানুষের লেখাপড়ার প্রতি আগ্রহ বেড়েই চলেছে। সে তুলনায় সরকারী শিক্ষা প্রতিষ্ঠান নেই বললেই চলে। মেধাবীরা লেখা পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ও বগুড়া করোনশেন ইন্সটিটিউট সরকারীকরণ হলে এলাকার শিক্ষার্থীরা ভালো প্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ পেত। বগুড়ার ঐতিহ্যবাহী করোনেশন ইন্সটিটিউট ১৯১২ সালে প্রতিষ্ঠিত যার শিক্ষার্থী সংখ্যা ২৫০০ ও ভান্ডারী বালিকা উচ্চ ১৯৬২ সালে প্রতিষ্ঠিত যার ছাত্রী সংখ্যা ১২০০ জন। দুটি প্রতিষ্ঠান সরকারীকরণের সকল কাঠামো বিদ্যমান রয়েছে। এলাকাবাসীর দাবী ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দুটি সরকারীকরণ করা হোক। উল্লেখ্য বগুড়া সাতমাথা থেকে দত্তবাড়ী পর্যন্ত ফ্লাইওভার নির্মান বিষয়ে সিদ্ধান্ত প্রস্তাব নিয়ে আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদে আলোচনা করবেন এমপি নূরুল ইসলাম ওমর। সংসদ সদস্য’র ব্যক্তিগত সহকারী এম এ গণি সরকার প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তি মারফত একথা জানানো হয়েছে।

(এএসবি/পি/অক্টোবর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test