E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় দণ্ডপ্রাপ্ত ৩ প্রাথমিক শিক্ষক বরখাস্ত

২০১৪ নভেম্বর ২৪ ১৯:৪৭:২১
বগুড়ায় দণ্ডপ্রাপ্ত ৩ প্রাথমিক শিক্ষক বরখাস্ত

বগুড়া প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশনা ও ফাঁসের অভিযোগে বগুড়ায়  ভ্রাম্যমান আদালতে দন্ডপ্রাপ্ত ৩ শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের একটি দায়িত্বশীল বিষয়টি নিশ্চিত করে জানান, পিএসসি বাংলা পরীক্ষার  প্রশ্ন পত্র ফাঁসের ঘটনায় অভিযুক্ত ৪ শিক্ষকদের মধ্যে যে ৩ জনকে আদালত সাজা দিয়েছেন।

তাদের বিরুদ্ধে নিয়মিত বিধীতে সাময়িক বরখাস্ত আদেশ জারী করেছে শিক্ষা অফিস। বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, দণ্ডপ্রাপ্ত শিক্ষকদের সাময়িক বরখান্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হবে। বরখাস্তকৃতরা হলেন গাবতলী উপজেলার গোরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরওয়ার, একই উপজেলার আটঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শফিকুল ইসলাম এবং গাবতলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহবুবুর রহমান।

উল্লেখ্য রবিবার রাত ৮টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় কোচিং সেন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষককে এক বছর করে কারাদণ্ড এবং উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। তাদের প্রত্যেকের এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহিম ওই চার শিক্ষকের দণ্ডাদেশ প্রদান করেন। পরীক্ষার আগের দিন রাতে ওই শিক্ষকরা কোচিং সেন্টার খোলা রেখে প্রশ্নপত্র সরবরাহের পাশাপাশি পাবলিক পরীক্ষা সংক্রাস্ত অপরাধ সংঘটিত করেন। একারণে তাদের আটক করে ওই সাজা প্রদান করা হয়।

(এএসবি/অ/নভেম্বর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test