E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় ৪ জন নিহত

২০১৪ নভেম্বর ২৪ ২২:৪৭:১৪
বগুড়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় ৪ জন নিহত

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি ও কাহালুতে পৃথক সড়ক দূর্ঘটনায় ৪জন নিহত হয়েছে। আদমদীঘিতে ট্রাকটর ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এবং কাহালুতে বাস- ভটভটির সংঘর্ষে  নিহত হয়েছে ৪ জন।

সোমবার রাত ৮ টার দিকে আদমদীঘির উপজেলার নশরতপুর ও মুরইল সংযোগ সড়কের মাঝামাঝি স্থানে দূর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহি নিহত হয়।

নিহতরা হলেন আদমদীঘি উপজেলার খারিয়াকান্দি গ্রামের মোহাম্মদ আলীর পুত্র মজিদ (৩০) ও কাহালু উপজেলার কাশিমালা গ্রামের মতিনের পুত্র আহসান হাবিব পাশা (৩৫)।

জানা গেছে, সোমবার রাত ৮ টার দিকে নশরতপুরগামী ট্রাকটরের সাথে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল দুমড়ে মুচরে যায় এবং আরোহি দুই যুবক মারাত্মক আহত হয়।

নশরতপুর কলেজ গেট এলাকায় দূর্ঘটনায় গুরুত্বর আহত ঐ দুই মোটর সাইকেল আরোহিকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার ওসি মোসলেম উদ্দিন জানান, ট্রাকটর ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুইজনকে হাসপাতালে নিয়ে আসে। এসময় চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে রাত সাড়ে আটটার দিকে কাহালু উপজেলার শেখাহার নামক স্থানে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। বগুড়া-নওগাঁ সড়কের শেখাহারে বাস অথবা ট্রাকের সাথে ভটভটির সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন মারা গেছে বলে জানান কাহালু থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান মিয়া।








(এএসবি/এসসি/নভেম্বর২৪,২০১৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test