E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীনগর উপজেলা চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন

২০২৪ আগস্ট ১৯ ০০:১৪:৩৪
শ্রীনগর উপজেলা চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন

শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয় জনতা। 

রবিবার সকাল ১০ টায় শ্রীনগর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার প্রায় দুই শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, গত উপজেলা পরিষদ নির্বাচনে একদলীয় সরকারের অধীনে অবৈধ অগ্রহণযোগ্য একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে এম মাহাবুব উল্লাহ কিসমতকে শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল। আমরা ওই নির্বাচন মানি না। উপজেলা চেয়ারম্যানকেও মানবো না। তাই আমরা অবৈধ ভাবে নির্বাচিত এ উপজেলা চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানাই।

মানববন্ধন শেষে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারেফ হোসাইনের কাছে মানববন্ধনে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে মোঃ আজম খান ও মাহবুবুর রহমান জনি একটি স্মারকলিপি পেশ করেন।

(এআই/এএস/আগস্ট ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

১২ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test