E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে চিৎমরম বৌদ্ধ বিহার

২০২৪ আগস্ট ৩০ ১৯:০১:৪৯
খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে চিৎমরম বৌদ্ধ বিহার

রিপন মারমা, রাঙ্গামাটি : বন্যায় প্লাবিত হয়ে চরম বিপর্যয়ে হয়ে পড়েছে খাগড়াছড়ি জেলার লক্ষাধিক বাসিন্দা। এরই মধ্যে চেঙ্গি, মাইনি ও কাসালং নদীর পানি বিপৎসীমার দুই থেকে ছয় ফিট অতিক্রম করায় আশপাশের এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে। বিপন্ন মানুষের সাহায্যার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠন। যে যেভাবে পারছে বন্যার্তদের পাশে দাড়ানোর চেষ্টা করছ। 

তারই ধারাবাহিকতায় কাপ্তাই ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধবিহার (অধ্যক্ষ) উ.পামোক্ষা মহাথের নিজস্ব উদ্যোগে, খাগড়াছড়ি সদর, গুগড়াছড়ি পাড়া, রামগড় সদর পাড়া, মাস্টার পাড়া, মাহামুনি বড় পাড়াও কলসি পাড়া বন্যার্তদের মাঝে খাবার ও নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক বিতরণ করা হয়েছে।

গত বুধবার দুপুরে উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা বন্যাদুর্গত মানুষের মাঝে খাবার ও
নগদ ১ লক্ষ ৫০ হাজার বন্যার্তদের হাতে তুলে দেন, ধর্মগোধা বিহার (অধ্যক্ষ) উ.ঞ্যানাওয়াইসা মহাথেরো, ব্যাঙছড়ি জয় মঙ্গল বৌদ্ধ বিহার (অধ্যক্ষ) উ. সনা মহাথেরো, মুরালী পাড়া বৌদ্ধ বিহার (অধ্যক্ষ) কুকিমারা বৌদ্ধ বিহার (অধ্যক্ষ) তম্বপাড়া বৌদ্ধ বিহার (অধ্যক্ষ)। আর্থিক বিতরণের সময়ে কাপ্তাই উপজেলা বিভিন্ন এলাকায় থেকে অনেক দায়ক-দায়িকা উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/আগস্ট ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

১১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test