E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জেএমবির প্রধান সমন্বয়কারীসহ ৪ জঙ্গীর দ্বিতীয় দফায় ৮ দিনের রিমান্ড ১জনকে জেলগেটে জিঞ্জাসাবাদ

২০১৪ নভেম্বর ২৫ ২২:৩৬:০৫
জেএমবির প্রধান সমন্বয়কারীসহ ৪ জঙ্গীর দ্বিতীয় দফায় ৮ দিনের রিমান্ড ১জনকে জেলগেটে জিঞ্জাসাবাদ

সিরাজগঞ্জ প্রতিনিধি :  নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর প্রধান সমন্বয়ক আব্দুন নুরসহ আটক ৫ জনের মধ্যে ২টি মামলায় ৪ জঙ্গীকে দ্বিতীয় দফায় আটদিন রিমান্ড প্রদান করেছে সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট কোর্ট আদালত।

একই সাথে অপর জঙ্গী মোঃ নুর ইসলাম সাগর কিশোর হওয়ায় তার রিমান্ড আবেদন না মঞ্জুর করে জেল গেটে জিঞ্জাসাবাদের নির্দেশ প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট কোর্ট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা রিমান্ড মঞ্জুরের আদেশ প্রদান করেন।

সিরাজগঞ্জ সদর কোর্ট ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর প্রধান সমন্বয়ক আব্দুন নুরসহ ৫ জঙ্গিকে প্রথম দফায় সিরাজগঞ্জ রেলওয়ে (জিআরপি) পুলিশের নেয়া তিন দিনের রিমান্ড শেষে মঙ্গলবার বেলা এগারটার দিকে ঐ পাচ জঙ্গিকে সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট কোর্ট আদালতে আনা হয়। এ সময় আবারও এই জঙ্গিদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে করা দুটি মামলায় দশ দিনের রিমান্ড আবেদন করেন নতুন করে তদন্তের দায়িত্ব পাওয়া র‌্যাব-১২ এর তদন্তকারী কর্মকর্তা এন্ডু কেনেট রোজারিও।

পরে আদালত উভয় পক্ষের যুক্তি তর্ক শুনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা আব্দুন নুরসহ ৪ জঙ্গিকে ২টি মামলায় দ্বিতীয় দফায় আটদিন রিমান্ড প্রদান করে এবং অপর জঙ্গি মোঃ নুর ইসলাম সাগর কিশোর হওয়ায় তার রিমান্ড আবেদন না মঞ্জুর করে জেল গেটে জিঞ্জাসাবাদের নির্দেশ প্রদান করেন।

উল্লেখ্য, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ শে অক্টোবর র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর একটি টহল দল সিরাজগঞ্জ সদর উপজেলার শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন থেকে অস্ত্র ও বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্যসহ জেএমবির প্রধান সমন্বয়ক আব্দুন নুর (৩১), জেএমবি সদস্য নুরুজ্জামান আরিফ (২০), মোঃ নুর ইসলাম সাগর (১৮), মোঃ আবুল কালাম আযাদ (২৭) ও ফারুখ আহম্মেদ (৩২) কে গ্রেফতার করে। পর দিন শনিবার গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ রেলওয়ে (জি আর পি) থানায় সন্ত্রাস দমন আইন ২০০৯ সংশোধনী ২০১৩ এর ৮,৯,১০ ও ১১ ধারায় (মামলা নং ঃ ১/০১-০১-১৪) ও বিস্ফারক দ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৪/৫ ধারায় (মামলা নংঃ ০২/০১-০১-১৪) দুটি মামলা দায়ের করেন র‌্যাব-১২ এর ডিএডি রেজাউল করিম। এর পর দিন তাদের সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে গত ৬ নভেম্বর শুনানী শেষে আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তিতে এই মামলা দুটি তদন্তের জন্য র‌্যাব-১২ এর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রনালয় বরাবর আবেদন করার পর মামলার তদন্তভার র‌্যাবকে প্রদান করা হয়।



(এসএস/এসসি/নভেম্বর২৫,২০১৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test