E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ময়মনসিংহে এনপিএস গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০২৪ সেপ্টেম্বর ০২ ১৮:৫২:৫৫
ময়মনসিংহে এনপিএস গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : আজ সোমবার দুপুরে ময়মনসিংহ বিভাগীয় শাখার উদ্যোগে এনপিএস গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। 

স্থানীয় বিভাগীয় কার্য়ালয়ে মোখলেসুর রহমান তপন (ভাইস চেয়ারম্যান) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন এডভোকেট উত্তম কুমার দে, সাহাজাদা হোসেন, সাংবাদিক নীহার রঞ্জন কুন্ডু, আসমা আখতার শিউলী সাংবাদিক তসলিম, এবং মোঃ ফুয়াদ, মোঃ খোরশেদ আলম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এন পি এস গনমাধ্যম ও মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সিনিয়র এডভোকেট ( বাংলাদেশ সুপ্রিমকোর্ট) এ টি এম মাহাবুব উল আলম।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন- এনপিএস গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার অন্যতম সদস্য
আশাবিয়া হুম তমা। পবিত্র কোরান তেলোয়াত করেন সাহাজাদা হোসেন, অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এডঃ মাহাবুব বলেন, মানবাধিকার লংঘিত হয়, এমন কাজ কারো চোখে পড়লে সাথে সাথে সেখানে প্রতিবাদ করতে নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, যে সমস্ত ছাত্র জনতা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের জন্য আমরা গর্বিত। তাদের জন্য আমাদের রয়েছে অনেক দায়িত্ব। বিগত সময়ে আমাদের কন্ঠরোধ করে রেখেছিল ফ্যাসিস্ট সরকার, সেখান থেকে আমাদের স্বাধীনতা যারা এনে দিয়েছেন তাদের জন্য কৃতজ্ঞতা জানাই। দেশের বিরুদ্ধে এখন ও যড়যন্ত্র চলছে- এই যড়যন্ত্র রুখে দাঁড়ানো এখন আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

(এনআরকে/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৪)

পাঠকের মতামত:

১০ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test