E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গৌরীপুরে উদীচীর উদ্যোগে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন

২০২৪ সেপ্টেম্বর ০৬ ২০:২৬:৩১
গৌরীপুরে উদীচীর উদ্যোগে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন


গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহের গৌরীপুর উদীচী শাখা সংসদের উদ্যোগে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গান পরিবেশন করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় স্থানীয় বিজয়’৭১ প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশন করে সংগঠনের নেতৃবৃন্দ।

জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক আলী আশরাফ আবীর, সদস্য মুজিবুর রহমান ফকির, এনামুল হাসান অনয় প্রমুখ।

বক্তারা বলেন, এ দেশের প্রথম প্রবাসী সরকার এই জাতীয় সঙ্গীত পরিবেশন করে। পরবর্তীতে আমাদের মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা হিসেবে জাতীয় সঙ্গীত গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। জাতীয় সঙ্গীতকে বাদ দিতে যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রকে রুখে দিতেই সারাদেশব্যাপী জাতীয় সঙ্গীতের এই আয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন উদীচীর সহ-সভাপতি আরিফ আহমেদ, সদস্য আঃ লতিফ, রিয়াজুল হাসনাথ, মমতাজ বেগম, মো. হারুন মিয়া, শিমুল আহমেদ, নুজহাত তাবাসসুম ইরাম ও কৃষক সমিতির নেতা খলিলুর রহমান খান পাঠানসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

(এসআইএম/এএস/সেপ্টেম্বর ৬, ২০২৪)

পাঠকের মতামত:

১১ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test