E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নতুন বাংলাদেশ বিনির্মাণে ফরিদপুরে উলামা মাশায়েখ সম্মেলন

২০২৪ সেপ্টেম্বর ০৮ ১৫:৩৬:৪৫
নতুন বাংলাদেশ বিনির্মাণে ফরিদপুরে উলামা মাশায়েখ সম্মেলন

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে নতুন বাংলাদেশ বিনির্মাণে উলামায়েকেরামের করণীয় শীর্ষক উলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ফরিদপুর শহরের কবি জসিমউদদীন হলে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ফরিদপুর জেলা শাখার আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর জেলার বিভিন্ন থানা হতে প্রায় ৬ শতাধিক আলেম উলামাগণ এই সম্মেলনে অংশ নেন।

অধ্যক্ষ মাহমুদুল হাসানের সভাপতিত্বে ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের উপদেষ্টা এটিএম মাসুম বলেন, 'বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ৩টি গনহত্যা সংঘটিত হয়েছে। সারাদেশের মানুষ জিম্মি ছিল, কেউ কোন কথা বলতে পারে নাই। আলেম সমাজ ছিল সবচেয়ে বেশী নির্যাতিত। মাসুমু আলেম সমাজের প্রতি আহবান জানান, বাংলাদেশকে কোরআন হাদিসের আলোকে গড়তে হবে। যেখানে থাকবে না কোন সুদ, ঘুষ, দূর্নীতি। থাকবে শুধু শান্তিময় পরিবেশ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন , এএইচএম হামিদ হোসাইন আজাদ, সাবেক এমপি ও সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং উপদেষ্টা ওলামা মাশায়েখ পরিষদ। এছাড়াও মুফতি আমির হামজা, মাওলানা আব্দুল হামিদ, সভাপতি বাংলাদেশ মজলিসুস মুফাসসিরীন, মাওলানা কামরুল আহসান সাঈদ আনসারী, সহ-সভাপতি কেন্দ্রীয় বাংলাদেশ মজলিসুস মুফাসসিরীন, মাওলানা খলিলুর রহমান মাদানী, মহাসচিব সম্মিলিত ওলামা সাহেব পরিষদ ঢাকা। মুফতি ফখরুল ইসলাম, ভারপ্রাপ্ত মহাসচিব বাংলাদেশ খিলাফত আন্দোলন প্রমুখ উপস্থিত ছিলেন।

(আরআর/এএস/সেপ্টেম্বর ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test