E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘খালেদা জিয়া কারাবরণ করেছেন, কিন্তু মাফিয়া সরকারের কাছে নতি স্বীকার করেননি’

২০২৪ সেপ্টেম্বর ০৮ ১৫:৪৪:৫৯
‘খালেদা জিয়া কারাবরণ করেছেন, কিন্তু মাফিয়া সরকারের কাছে নতি স্বীকার করেননি’

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, বেগম খালেদা জিয়া কারাবরণ করেছেন,কিন্তু মাফিয়া সরকারের কাছে নতি স্বীকার করেননি। ১২৭ জন বিএনপির নেতা-কর্মীসহ হাজারো মানুষ খুন হয়েছেন। তাদের হত্যার জন্য শেখ হাসিনার  বিচার হতে হবে।

দীর্ঘ চার বছর কারাবরণ শেষে সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার তালায় আগমণ উপলক্ষ্যে কুমিরা হাইস্কুল মাঠে গণসংবর্ধণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শনিবার বিকালে তালা উপজেলা বিএনপির উদ্যোগে পাটকেলঘাটা কুমিরা হাইস্কুল মাঠে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা দেওয়া হয়।

সরকার পরিবর্তনের পর শেখ হাসিনার গাড়ি বহরে হামলার মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাভোগের পরে ৩ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারগার থেকে মুক্তি পান তিনি। শনিবার প্রথম তাঁর নির্বাচনী এলাকা সাতক্ষীরার তালায় আসেন। জনসভা মুহুর্তের মধ্যে জনসমুদ্রে রুপ নেয়।

উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক,অধ্যাপক আমিনুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক তারিকুল হাসান, উপজেলা বিএনপি’র য্গ্মু সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

(আরকে/এএস/সেপ্টেম্বর ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

১১ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test