E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

খ্রীষ্টিয়ান হাসপাতালে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্বারী ও হেডম্যানদের নিয়ে সমন্বয় সভা

২০২৪ সেপ্টেম্বর ১১ ১৪:১৮:০২
খ্রীষ্টিয়ান হাসপাতালে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্বারী ও হেডম্যানদের নিয়ে সমন্বয় সভা

রিপন মারমা রাঙ্গামাটি : জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ ঘন ঘন আঘাত হানছে। দিনে দিনে এর তীব্রতা বাড়ছে। নারী ও শিশুরাই দুর্যোগের মূল ভুক্তভোগী। তবে দুর্যোগ ব্যবস্থাপনার কাজে নারীরাই মুখ্য ভূমিকা পালন করে থাকে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে সিসিএইচপি প্রশিক্ষণ কেন্দ্রের সিএইচসি কার্যালয়ে অনুষ্ঠিত মাসাং মারমা সঞ্চালনায় ও বিজয় মারমা সভাপতিত্বে‘কাপ্তাই উপজেলার সহকারী কমিশনার, ভূমি (এসিল্যান্ড) স্বরূপ মুহুরীপ্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতি বিজয় মারমা বলেন, দুর্যোগ মোকাবিলায় নারীর সক্ষমতার স্বীকৃতি সংসার, সমাজ ও রাষ্ট্র থেকে আসতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ কার্যকরভাবে নিশ্চিত করতে হবে। কেবল জলবায়ু পরিবর্তন নয়, মানবসৃষ্ট কারণে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। দুর্যোগ শুরুর আগে থেকেই নারীকে ব্যবস্থাপনার কাজে নামতে হয়। ঘরের জিনিসপত্র ও খাবার সংরক্ষণ, গবাদিপশু সামলানো, পরিবারের বয়স্ক সদস্যদের দেখভাল, সন্তান নিয়ে আশ্রয়কেন্দ্রে যাওয়াসহ নারীর অনেক দায়িত্ব। আবার দুর্যোগ–পরবর্তী সময়ে খাওয়ার পানি সংগ্রহ, রান্না করাসহ বেশির ভাগ কাজের দায়িত্ব নারীকেই নিতে হয়। এসব কাজে নারীর সক্ষমতা আরও বাড়ানো গেলে অর্থনৈতিক ও নারীর নিজস্ব ক্ষয়ক্ষতির পরিমাণ কমে যাবে। নারীদের পাশাপাশি এলাকার কারবারী ও হেডম্যানদের দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু সহনশীলতায় গ্রামীণ নারীর ও নারানগিরি মৌজা ও রাইখালী মৌজা
কার্বারী হেডম্যানদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

জার্মান বেসরকারি সংস্থা ব্রেড ফর দি ওয়ার্ল্ড খ্রীষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনা কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম সহযোগিতায় এ বৈঠকের আয়োজন করা হয়।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উসেসুই চৌধুরী (মিশু) রাইখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় হেডম্যান কারবারী গণ্যমান্য ব্যক্তিবর্গ।

(আরএম/এএস/সেপ্টেম্বর ১১, ২০২৪)

পাঠকের মতামত:

১১ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test