E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরা সদরের মাটিয়াডাঙার জাকির হোসেন হত্যা মামলা ত্রুটির কারণ দেখিয়ে প্রত্যাহারের আবেদন

২০২৪ সেপ্টেম্বর ১১ ১৪:৫৩:১৯
সাতক্ষীরা সদরের মাটিয়াডাঙার জাকির হোসেন হত্যা মামলা ত্রুটির কারণ দেখিয়ে প্রত্যাহারের আবেদন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ২০২০ সালের পহেলা জানুয়ারি সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙা গ্রামের কেরামত গাজীর ছেলে জাকির হোসেনকে মাটিয়াডাঙা বাজারের বিপ্লবের চায়ের দোকান থেকে তুলে নিয়ে পুলিশ হেফাজতে রেখে নির্যাতনের পর  ২ জানুয়ারি দিবাগত রাত তিনটার দিকে গুলি করে হত্যার অভিযোগে সাতক্ষীরা সদর আসনের সাবেক সাংসদ মীর মোস্তাক আহম্মেদ রবিসহ ১৬ জনের বিরুদ্ধে  দায়েরকৃত মামলাটি প্রত্যাহারের জন্য আবেদন জানানো হয়েছে। মামলার বাদি নিহতের ভাই আবুল কাশেম মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতে এ মামলা  প্রত্যাহারের আবেদন করেন। বিচারক নয়ন কুমার বড়াল বাদির আবেদনটি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন।

মামলা প্রত্যাহারের আবেদনপত্রে জানা যায়, সাবেক সাংসদ মীর মোস্তাক আহম্মেদ রবিসহ ১৬ জনের বিরুদ্ধে গত ২৯ আগষ্ট দায়েরকৃত মামলাটি (সিআর-৯৮১/২৪, সদর) ১৫৬(৩)/১৫৭ ধারা ও পুলিশ রেগুলেশন এক্ট অনুযায়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর হিসেবে গণ্য করে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়। একই আদেশে আগামি ১১ সেপ্টেম্বরের মধ্যে পিআরবি ২৪৫(বি) ধারা অনুসারে অবগতি প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু মামলাটির পদ্ধতিগত ত্রুটিসহ অন্যান্য কারণে মামলাটি ত্রুটিমুক্ত করে পূণরায় দাখিলের শর্তে প্রত্যাহার করা আবশ্যক।

মামলায় সাবেক সাংসদ রবি ছাড়াও সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, ব্রহ্মরাজপুর পুলিশ ক্যাম্পের তৎকালিন ও বর্তমানে গোয়েন্দা অপরাধ ও তদন্ত শাখার উপপরিদর্শক হাসানুর রহমান, সিপাহী আনোয়ার হোসেন, ব্রহ্মরাজপুর গ্রামের আব্দুর রশীদ গাজীর ছেলে মনিরুজ্জামান তুহিন, জাহানাবাজ গ্রামের শাহামতের ছেলে আব্দুর রশিদ, জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম সাবু, মাটিয়াঙাডা গ্রামের আব্দুল মাজেদ এর ছেলে মোক্তার হোসেন, জিয়ালা গ্রামের মান্দার সানার ছেলে আব্দুস সালাম সানা, দহাকুলা গ্রামের মোঃ তায়জেল এর ছেলে মাসুদ রানা ওরফে কোপা মাসুদ, ধুলিহর ইউপি চেয়ারম্যান মোঃ মিজান চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, ঘোনা ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান মোশা ও ধুলিহর ইউপি’র সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে বাবু সানাকে আসামী শ্রেণীভুক্ত করা হয়।

মামলা প্রত্যাহারের আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাড. কামরুজ্জামান ভুট্টো।

প্রসঙ্গত, সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙা গ্রামের কেরামত গাজীর ছেলে জাকির হোসেন ২০২০ সালের পহেলা জানুয়ারি বিকেল ৫টার দিকে মাটিয়াডাঙা বাজারের বিপ্লবের চায়ের দোকানে ক্যারাম বোর্ড খেলছিলেন। সকল আসামীদের পারষ্পরিক সহযোগিতা ও উপস্থিতিতে জাকির হোসেনকে হত্যার উদ্দেশ্যে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হাসানুর রহমান ও সিপাহী আনোয়ার হোসেনসহ ২/৩ জন ওই দোকেনে ঢুকে জাকির হোসেনের দুই হাত পিঠ মোড়া দিয়া বাঁধিয়া দুই হাতে হ্যান্ডকাপ লাগান। এরপর সিপাহী আনোয়ার হোসেনের গলায় থাকা মাপলার দিয়ে জাকিরের দুই পা বাঁধা হয়। তাদের কাছে থাকা লাঠি ও রাইফেলের বাট দিয়ে মারপিট করে জখমের পর মটর সাইকেলে তুলিয়া সাতক্ষীরার দিকে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে গোয়েন্দা পুলিশ, গোয়েন্দা অপরাধ ও তদন্ত শাখাসহ বিভিন্ন স্থানে জাকিরের সন্ধান মেলেনি। ২ জানুয়ারি দিবাগত রাত তিনটার দিকে দামারপোতা ওয়াপদা বেড়িবাঁধের নীচে বেতনা নদীর চরে সকল আসামীদের প্রকাশ্য ইন্ধনে ও সহযোগিতায় হাত পা ও চোখ বেঁধে জাকির হোসেনকে দুই রাউন্ড গুলি করে হত্যা করা হয়। ৩ জানুয়ারি ভোরে জাকির হোসেনের লাশ সদর থানার ভিতরে ভ্যানের উপর দেকতে পান তারা। বিকেলে সদর হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে জাকিরের লাশ সদর থানার পুলিশের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ওই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আসামীদের বিরুদ্ধে মামলা করা সম্ভব না হওয়ায় রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তণ হওয়ায় মামলার বিলম্বের কারণ বলে উল্লেখ করা হয়।

(আরকে/এএস/সেপ্টেম্বর ১১, ২০২৪)

পাঠকের মতামত:

১১ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test