E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাবনায় সনদ জালিয়াতি চক্রের সদস্য নিলয় গ্রেফতার

২০২৪ সেপ্টেম্বর ১১ ১৬:৫১:৩৪
পাবনায় সনদ জালিয়াতি চক্রের সদস্য নিলয় গ্রেফতার

নবী নেওয়াজ, পাবনা : পাবনায় র‍্যাবের অভিযানে বহুল আলোচিত জাস্টিন ট্রুডো নামে জন্ম নিবন্ধন জালিয়াতি সহ বিভিন্ন সনদ জালিয়াতি চক্রের সদস্য নিলয় পারভেজ ইমন (২৬) গ্রেফতার হয়েছে।

গত মঙ্গলবার রাতে আমিনপুর থানার আহম্মদপুর গ্রামে অভিযান চালিয়ে আলতাফ হোসেনের ছেলে ইমনকে গ্রেফতার করা হয়।

এর আগে চলতি বছরের মার্চ মাসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নামে বাংলাদেশী জন্ম সনদপত্র তৈরীর ঘটনা বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি করে। জন্ম নিবন্ধনের মত স্পর্শকাতর বিষয়টি নিয়ে কিছু অসাধু ব্যক্তির এই ধরনের কার্যক্রম বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় প্রকাশ হওয়ায় দেশের ডিজিটাল পরিকাঠামোর নিরাপত্তা এবং বেআইনী প্রবেশাধিকারের বিষয়ে ব্যাপক নেতিবাচক প্রভাব তৈরী হয়। এ ঘটনায় আমিনপুর থানায় ডিজিটাল প্রতারণা ও হ্যাকিংয়ের অপরাধে একটি মামলা হয়। ঘটনার রহস্য উদঘাটন এবং পলাতক চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযানে নামে পাবনা র‍্যাবের সদস্যরা।

প্রাথমিকভাবে জানা যায়, জালিয়াতি চক্রের সদস্য নিলয় পারভেজ ইমন তার নিজ ইউনিয়ন, পাবনা জেলাসহ দেশের বিভিন্ন এলাকার লোকজনের নিকট থেকে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়ে জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন শিক্ষাসনদ এমনকি পুলিশ ক্লিয়ারেন্স এর মত স্পর্শকাতর নথিপত্র তৈরী করে দেয়ার কথা স্বীকার করে।

প্রসঙ্গত: গ্রেফতার আসামিকে ওই মামলায় পাবনা জেলার আমিনপুর থানায় হস্তান্তর করা হবে।

(এনএন/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২৪)

পাঠকের মতামত:

১১ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test