E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বরিশালের পোর্ট রোড সড়কের বেহাল দশা

২০২৪ সেপ্টেম্বর ১১ ১৮:৩১:৫১
বরিশালের পোর্ট রোড সড়কের বেহাল দশা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সংস্কারের অভাবে চরম বিপজ্জনক হয়ে উঠেছে নগরীর বাণিজ্যিক এলাকায় পোর্ট রোড সড়ক। দেখে চেনার কোনো উপায় নেই এটি ব্যস্তময় বাণিজ্যিক এলাকার চিত্র। প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষের পদচারণায় মুখরিত থাকা সড়কটি বেহালদশায় পরিণত হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, পুরো সড়ক জুড়ে বড় বড় খানাখন্দে ভরা সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রায় যানবাহন উল্টে দুর্ঘটনার শিকার হচ্ছে। ইতোমধ্যে এ সড়কে দুর্ঘটনায় আহত হয়ে শিশুসহ বেশ কয়েকজনকে মেডিক্যালে চিকিৎসা নিয়েছেন। তবুও সড়কটি সংস্কারে কোনো দৃষ্টি নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন সংস্কারের অভাবে কার্পেটিং উঠে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পরেছে জরগুরুত্বপূর্ণ সড়কটি। বেশ কয়েকটি স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় বছরের বেশিরভাগ সময় পানি আটকে থাকে। সামান্য বৃষ্টি হলেই এ সড়কে চলাচলরত যানবাহন ও জনসাধারণের ভোগান্তি আরও চরম পর্যায়ে গিয়ে ওঠে।

পাশাপাশি পোর্ট রোড বাজারের পণ্য পরিবহনের গাড়ি ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চরম ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে চলাচল করছে। দীর্ঘদিনের এই ভোগান্তি লাগবে সড়কটি দ্রুত সংস্কারের দাবি করেছেন ভুক্তভোগিরা। পোর্ট রোডের ব্যবসায়ীরা জানান, সড়কটির অবস্থা খুবই খারাপ হওয়ায় ক্রেতা সাধারণের যাতায়াত কমেছে। ফলে ব্যবসায়ীদের প্রতিনিয়ত ক্ষতির মুখে পরতে হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের দাবি করেছেন ব্যবসায়ীরা।

বাংলাদেশ নদী বন্দর কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর সহকারী প্রকৌশলী মোহাম্মদ আবু সালেহ সাগর জানান, নগরীর পোর্ট রোডের ৪০৪ মিটার সড়ক সংস্কার ও নতুন নির্মাণের জন্য ছয় কোটি টাকার প্রকল্প পাঠানো হয়েছে। প্রকল্পটি পাশ হলেই ওয়ার্ক অর্ডারের মাধ্যমে কাজ শুরু করা হবে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২৪)

পাঠকের মতামত:

১১ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test