E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

২০২৪ সেপ্টেম্বর ১১ ১৮:৩৩:৫৪
বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় সরকারি বরিশাল কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের অতর্কিত হামলার বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর সরকারি বরিশাল কলেজের সামনে কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় গত ৩ আগস্ট ছাত্রলীগ ক্যাডার সৌরভ ও ইমরানের নেতৃত্বে আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয়েছে। সে সময় আমরা এর কোন বিচার পাইনি। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ইতোমধ্যে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদি আমরা এর সুষ্ঠু বিচার না পাই তাহলে আমরা আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করতে বাধ্য হবো।

মানববন্ধনে সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থী মাহাজাবিন খান আরিশা, লামিয়া আক্তার কান্তা, মাশফি শরীফ, তানভির আহাম্মেদ রাফি, তৌহিদুল ইসলাম, তাইবিন ইসলাম, সাজ্জাদ বিন সাখাওয়াত, জাহিদুল ইসলাম, সোহানুর রহমান সেতু, অদ্রিতা ঘোষসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২৪)

পাঠকের মতামত:

১১ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test